শুক্রবার, ১৬ মে ২০২৫
The Dhaka News Bangla

জুমার পর গণঅনশনে যাচ্ছেন জবি শিক্ষার্থীরা

জুমার পর গণঅনশনে যাচ্ছেন জবি শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা আবাসনব্যবস্থা এবং দ্বিতীয় ক্যাম্পাস প্রজেক্ট বাস্তবায়নসহ মোট ৪ দফা দাবিতে একত্রিত হবে। শুধু তাই নয়, দাবি আদায়ের জন্য জুমার পর গণঅনশনেরও ডাক দিয়েছে তারা।



চার দফা দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছেন জবি শিক্ষার্থীরা। বৃহস্পতিবারও কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়েছেন তারা। এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।


শুক্রবারও চলমান থাকবে এই আন্দোলন। শিক্ষার্থীদের পাশাপাশি এতে অংশ নেবেন শিক্ষকরাও। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি থেকে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দীন।


তিনি বলেছেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। শুক্রবার সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। জুমার নামাজের পর গণঅনশন কর্মসূচি শুরু হবে।


সরেজমিনে দেখা গেছে, শুক্রবার সকালে কাকরাইল মসজিদের সামনে রাস্তায় কয়েকজনকে শুয়ে থাকতে দেখা গেছে। তারা সেখানেই রাত কাটাচ্ছেন।


শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সেখান থেকে সরে যাবেন না।

বিষয় : প্রধান উপদেষ্টার বাসভবন জগন্নাথ বিশ্ববিদ্যাল

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ১৬ মে ২০২৫


জুমার পর গণঅনশনে যাচ্ছেন জবি শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৫

featured Image
শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা আবাসনব্যবস্থা এবং দ্বিতীয় ক্যাম্পাস প্রজেক্ট বাস্তবায়নসহ মোট ৪ দফা দাবিতে একত্রিত হবে। শুধু তাই নয়, দাবি আদায়ের জন্য জুমার পর গণঅনশনেরও ডাক দিয়েছে তারা। চার দফা দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছেন জবি শিক্ষার্থীরা। বৃহস্পতিবারও কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়েছেন তারা। এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। শুক্রবারও চলমান থাকবে এই আন্দোলন। শিক্ষার্থীদের পাশাপাশি এতে অংশ নেবেন শিক্ষকরাও। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি থেকে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দীন। তিনি বলেছেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। শুক্রবার সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। জুমার নামাজের পর গণঅনশন কর্মসূচি শুরু হবে। সরেজমিনে দেখা গেছে, শুক্রবার সকালে কাকরাইল মসজিদের সামনে রাস্তায় কয়েকজনকে শুয়ে থাকতে দেখা গেছে। তারা সেখানেই রাত কাটাচ্ছেন।শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সেখান থেকে সরে যাবেন না।

The Dhaka News Bangla

প্রকাশক এবং সম্পাদক : তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত