শুক্রবার, ১৬ মে ২০২৫
The Dhaka News Bangla

নজরুল বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উদযাপিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উদযাপিত
রবীন্দ্র জন্মজয়ন্তী, কবি নজরুল বিশ্ববিদ্যালয়

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।

 মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর স্থান, কাল, পাত্রের ঊর্ধ্বে উঠে কাজ করেছেন। তিনি বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর সাহিত্যচর্চা, সমাজ ভাবনা ও দার্শনিক চেতনা তাঁকে করে তুলেছে অনন্য। তিনি শুধু কবি নন—প্রবন্ধকার, নাট্যকার, চিত্রশিল্পী, সুরকার, এমনকি সমাজভাবনার এক অগ্রপথিকও ছিলেন।”

তিনি আরও বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর শুধু নিজেই উজ্জ্বল নন, তিনি অন্য প্রতিভাকেও আলোকিত করেছেন। হাছন রাজা, লালন শাহ্ এবং নজরুলের প্রতিভাকে যেভাবে তিনি চিহ্নিত ও উৎসাহিত করেছেন, তা নজিরবিহীন। নজরুলের প্রতিভা সম্পর্কে রবীন্দ্রনাথের গভীর অন্তর্দৃষ্টি ছিল। দুজনই পরস্পরের প্রতি সম্মান দেখিয়ে নিজেদের গ্রন্থ উৎসর্গ করেছিলেন।”

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। সভাপতিত্ব করেন রবীন্দ্র-জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হুদা।

রবীন্দ্র-গবেষক এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. সরওয়ার মুর্শেদ প্রধান বক্তা হিসেবে রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্য ভাবনার গভীরতা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রধান ড. মো. কামাল উদ্দিন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান ইয়াত সিংহ শুভ।

স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য-সচিব ও সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক মো. জিল্লাল হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান মঞ্চে’ অনুষ্ঠিত হয় রম্য বিতর্ক, আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যনাট্য ‘চণ্ডালিকা’। সাংস্কৃতিক পরিবেশনার এই পর্ব পরিচালনা করেন সঙ্গীত বিভাগের অধ্যাপক ও রবীন্দ্র সঙ্গীত শিল্পী ড. আহমেদ শাকিল হাসমী।

বিষয় : কবি রবীন্দ্রনাথ ঠাকুর

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ১৬ মে ২০২৫


নজরুল বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উদযাপিত

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৫

featured Image
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর স্থান, কাল, পাত্রের ঊর্ধ্বে উঠে কাজ করেছেন। তিনি বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর সাহিত্যচর্চা, সমাজ ভাবনা ও দার্শনিক চেতনা তাঁকে করে তুলেছে অনন্য। তিনি শুধু কবি নন—প্রবন্ধকার, নাট্যকার, চিত্রশিল্পী, সুরকার, এমনকি সমাজভাবনার এক অগ্রপথিকও ছিলেন।”তিনি আরও বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর শুধু নিজেই উজ্জ্বল নন, তিনি অন্য প্রতিভাকেও আলোকিত করেছেন। হাছন রাজা, লালন শাহ্ এবং নজরুলের প্রতিভাকে যেভাবে তিনি চিহ্নিত ও উৎসাহিত করেছেন, তা নজিরবিহীন। নজরুলের প্রতিভা সম্পর্কে রবীন্দ্রনাথের গভীর অন্তর্দৃষ্টি ছিল। দুজনই পরস্পরের প্রতি সম্মান দেখিয়ে নিজেদের গ্রন্থ উৎসর্গ করেছিলেন।”আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। সভাপতিত্ব করেন রবীন্দ্র-জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হুদা।রবীন্দ্র-গবেষক এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. সরওয়ার মুর্শেদ প্রধান বক্তা হিসেবে রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্য ভাবনার গভীরতা তুলে ধরেন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রধান ড. মো. কামাল উদ্দিন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান ইয়াত সিংহ শুভ।স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য-সচিব ও সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক মো. জিল্লাল হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান মঞ্চে’ অনুষ্ঠিত হয় রম্য বিতর্ক, আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যনাট্য ‘চণ্ডালিকা’। সাংস্কৃতিক পরিবেশনার এই পর্ব পরিচালনা করেন সঙ্গীত বিভাগের অধ্যাপক ও রবীন্দ্র সঙ্গীত শিল্পী ড. আহমেদ শাকিল হাসমী।

The Dhaka News Bangla

প্রকাশক এবং সম্পাদক : তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত