নিজেকে আনফলো করতে বললেন বলিউড অভিনেত্রী হিনা খান
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৫
ক্যানসারের বিরুদ্ধে লড়াই করা বলিউড অভিনেত্রী হিনা খান নিজেকে আনফলো করতে বললেন।
এক ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘আমি সারাজীবন সীমান্তের ওপারের মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। অপারেশন সিঁদুরের আগে এবং পরে আমি ভারতকে সমর্থন করেছি। অনেকেই আমাকে কটাক্ষ করেছেন, শাপশাপান্ত করেছেন, কেউ কেউ আবার আমাকে আনফলোও করে দিয়েছেন। অনেকে আবার আনফলো করার হুমকিও দিয়েছেন। কটাক্ষের সঙ্গে আমার শারীরিক অবস্থা, পরিবার এবং আমার বিশ্বাসও জড়িয়ে রয়েছে। আমি আপনাদের থেকে সমর্থন আশা করি না। আপনারা নিজেকেই সমর্থন করুন। আমি শুধু মানবিক আচরণ আশা করেছিলাম, যতটা আমি করেছি।’
তিনি আরও বলেন, ‘আমি আপনাদের মতো কাউকে ঘৃণা করি না। আমি ভারতীয় ছাড়া আর কিছুই নই। আমি সবসময়ই প্রথমে একজন ভারতীয়। আপনার এগিয়ে চলুন। প্রয়োজনে আনফলো করুন। আমি পাত্তা দিই না। আমি আপনাদের কাউকে কটাক্ষ করব না। অভিশাপও দেব না। আমি শুধু দেশকে সমর্থন করব।’
প্রকাশক এবং সম্পাদক : তাসকিন আহমেদ রিয়াদ
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে