শুক্রবার, ১৬ মে ২০২৫
The Dhaka News Bangla

হামজা-শমিত জুটিতে বাংলার ফুটবলে নব জোয়ার

হামজা-শমিত জুটিতে বাংলার ফুটবলে নব জোয়ার
হামজা-শমিত জুটিতে বাংলার ফুটবলে নব জোয়ার

জাতীয় স্টেডিয়ামে হামজা-শমিতের জুটির নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। আগামী মাসের ১০ তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও ফুটবল ফিরছে, যা সংস্কারের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল।


এই ম্যাচে কানাডিয়ান প্রবাসী শমিত সোমের অভিষেক হতে পারে। তাই ঘরের মাঠে হামজা-শমিতদের খেলা দেখতে সমর্থকরা মুখিয়ে আছেন। ফুটবলের নতুন এই জোয়ারের সাক্ষী হতে তারা উন্মুখ

এদিকে, চলতি মাসের ২২ তারিখের মধ্যে জাতীয় স্টেডিয়াম বাফুফেকে বুঝিয়ে দিতে হবে বলে নির্দেশনা এসেছে। হামজা-শমিতকে বরণ করে নিতে মাঠে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।এছাড়া, ক্যানোপিতে এলএইডি লাইট বসানো হয়ে গেছে, তাই পর্যাপ্ত আলো নিয়ে বাফুফের দুশ্চিন্তা কেটে গেছে। ভুল জায়গায় বসানো ৪০৮টি চেয়ার মশাল গেটের দু’পাশের গ্যালারিতে বসানোর কাজও শুরু হয়েছে।

ঘাস নিয়ে অনেক প্রশ্ন উঠলেও সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। পুরো মাঠে দড়ি দিয়ে ছক কেটে ইউরোপীয় ডিজাইনের আদলে মাঠ তৈরি করা হচ্ছে। ম্যারাথন সংস্কারের কারণে দর্শকরা দীর্ঘদিন এই মাঠে খেলা উপভোগ করতে পারেননি।


১০ জুন এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে সেই অপেক্ষার অবসান হবে। হামজা-শমিতদের লাল-সবুজের দলে অন্তর্ভুক্তির ফলে বাংলাদেশে ফুটবলের নতুন এক জোয়ার এসেছে।

ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে উন্মুখ হয়ে আছেন সমর্থকরা। তাই মাঠ প্রস্তুত করা হচ্ছে; লাল-সবুজের দর্শকরাও প্রস্তুতি নিচ্ছেন।

বিষয় : খেলাধুলা ফুটবল হামজা চৌধুরী শমিত শোম

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ১৬ মে ২০২৫


হামজা-শমিত জুটিতে বাংলার ফুটবলে নব জোয়ার

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৫

featured Image
জাতীয় স্টেডিয়ামে হামজা-শমিতের জুটির নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। আগামী মাসের ১০ তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও ফুটবল ফিরছে, যা সংস্কারের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল।এই ম্যাচে কানাডিয়ান প্রবাসী শমিত সোমের অভিষেক হতে পারে। তাই ঘরের মাঠে হামজা-শমিতদের খেলা দেখতে সমর্থকরা মুখিয়ে আছেন। ফুটবলের নতুন এই জোয়ারের সাক্ষী হতে তারা উন্মুখএদিকে, চলতি মাসের ২২ তারিখের মধ্যে জাতীয় স্টেডিয়াম বাফুফেকে বুঝিয়ে দিতে হবে বলে নির্দেশনা এসেছে। হামজা-শমিতকে বরণ করে নিতে মাঠে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।এছাড়া, ক্যানোপিতে এলএইডি লাইট বসানো হয়ে গেছে, তাই পর্যাপ্ত আলো নিয়ে বাফুফের দুশ্চিন্তা কেটে গেছে। ভুল জায়গায় বসানো ৪০৮টি চেয়ার মশাল গেটের দু’পাশের গ্যালারিতে বসানোর কাজও শুরু হয়েছে।ঘাস নিয়ে অনেক প্রশ্ন উঠলেও সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। পুরো মাঠে দড়ি দিয়ে ছক কেটে ইউরোপীয় ডিজাইনের আদলে মাঠ তৈরি করা হচ্ছে। ম্যারাথন সংস্কারের কারণে দর্শকরা দীর্ঘদিন এই মাঠে খেলা উপভোগ করতে পারেননি।১০ জুন এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে সেই অপেক্ষার অবসান হবে। হামজা-শমিতদের লাল-সবুজের দলে অন্তর্ভুক্তির ফলে বাংলাদেশে ফুটবলের নতুন এক জোয়ার এসেছে।ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে উন্মুখ হয়ে আছেন সমর্থকরা। তাই মাঠ প্রস্তুত করা হচ্ছে; লাল-সবুজের দর্শকরাও প্রস্তুতি নিচ্ছেন।

The Dhaka News Bangla

প্রকাশক এবং সম্পাদক : তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত