ভারত-পাকিস্তান উত্তেজনায় কী বলছেন ২ দেশের তারকারা?
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৫
কাশ্মীরের পেহেলগাম অঞ্চলে পর্যটকদের উপর হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ নামে একটি অভিযান শুরু করেছে। পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে। ভারতের এই হামলায় বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দিলেও, দেশটির শোবিজ অঙ্গনের তারকারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির অনেকেই নরেন্দ্র মোদিকে অপারেশন সিন্দুরের জন্য ধন্যবাদ জানিয়েছেন।অপারেশন সিঁদুরের খবরের পর অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘জয় হিন্দু, জয় মহাকাল।’ অভিনেতা রীতেশ দেশমুখ ভারতীয় সেনার জয়জয়কার করেছেন এবং এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘জয় হিন্দ কী সেনা। ভারত মাতা কী জয়।’অভিনেত্রী কঙ্গনা রানাউত পহেলগামের হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে অপারেশন সিন্দুরকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, “তারা বলেছিল ‘মোদিকে বলে দিও’। আর মোদিই এবার তাদের বুঝিয়ে দিলেন।”পরিচালক মধুর ভান্ডারকরের মন্তব্য, ‘ভারতীয় সেনাদের জন্য একমনে প্রার্থনা করছি। গোটা দেশ ঐক্যবদ্ধভাবে একই সারিতে দাঁড়িয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।’ অপারেশন সিন্দুরের ছবি শেয়ার করে বলিউড অভিনেত্রী নিমরত কৌর লিখেছেন, ‘এক দেশ, এক মিশন।’ প্রবীণ অভিনেতা অনুপম খের লিখেছেন, ‘ভারত মাতার জয়।’দেশের সেনাবাহিনীর প্রতি সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন পরেশ রাওয়াল থেকে শুরু করে দক্ষিণের চিরঞ্জীবীরা। এমনকি রজনীকান্তও স্পষ্টভাবে বলেছেন, ‘যোদ্ধার লড়াই শুরু হয়েছে। মিশন শেষ না হওয়া পর্যন্ত আমরা থামব না। মোদিজি, গোটা দেশ আপনার সঙ্গে রয়েছে।’এদিকে, ভারতের এই হামলাকে ‘কাপুরুষতা’ বলে উল্লেখ করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান ও হানিয়া আমির। ভারতের সামরিক পদক্ষেপের সমালোচনা করে লেখিকা ফাতিমা ভুট্টোর একটি টুইট আবার শেয়ার করেছেন মাহিরা।ইনস্টাগ্রাম স্টোরিতে এক হৃদয়গ্রাহী বার্তায় মাহিরা লিখেছেন, ‘কাপুরুষ!! আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন, বিবেক জাগ্রত হোক। আমিন।’অন্যদিকে, অভিনেত্রী হানিয়া আমির তার ইনস্টাগ্রাম স্টোরিতে প্রতিক্রিয়া জানিয়ে এই হামলাকে ‘কাপুরুষতা’ হিসেবে চিহ্নিত করেছেন। ঘুমন্ত মানুষের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
প্রকাশক এবং সম্পাদক : তাসকিন আহমেদ রিয়াদ
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে