রাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৫
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছেড়ে গেছেন। বুধবার রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ত্যাগ করেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (৮ মে) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে।এর আগে, রাত ১১টার দিকে আবদুল হামিদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তিনি দেশ ছাড়েন।আবদুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলার তথ্য রয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।
প্রকাশক এবং সম্পাদক : তাসকিন আহমেদ রিয়াদ
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে