শুক্রবার, ১৬ মে ২০২৫
The Dhaka News Bangla

বায়ুদূষণ রোধে দুরন্ত বাইসাইকেলের বিষবায়ু ক্যাম্পেইন শুরু

বায়ুদূষণ রোধে দুরন্ত বাইসাইকেলের বিষবায়ু ক্যাম্পেইন শুরু
বায়ুদূষণ রোধে দুরন্ত বাইসাইকেলের 'বিষবায়ু' ক্যাম্পেইন শুরু

দূষণমুক্ত পরিবেশ গঠনের লক্ষ্যে পরিবেশবান্ধব যানবাহন ব্যবহারের ওপর জোর দিতে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের বাইসাইকেল ব্র্যান্ড দুরন্ত চালু করলো মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন 'বিষবায়ু'। বুধবার রাজধানীর বাড্ডার প্রাণ সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য হল বায়ু দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনে সাইকেল ব্যবহারে নাগরিকদের উদ্বুদ্ধ করা। এ ক্যাম্পেইনের অংশ হিসেবে রাজধানীর প্রধান সড়কগুলোতে পৃথক সাইকেল লেনের দাবী সম্বলিত নাগরিক মতামত সংশ্লিষ্ট কতৃপক্ষকে দেওয়া হবে। তাছাড়া ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় সাইকেল লেন মার্কিং করা হবে যেন নাগরিকেরা সাইকেল ব্যবহারে আরো উদ্বুদ্ধ হন।

অনুষ্ঠানে আর এন পাল বলেন, "সাম্প্রতিককালে বায়ুদূষণের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। বায়ুদূষণের অন্যতম কারণ হলো যানবাহন থেকে নিঃসৃত কালো ধোঁয়া। এই ধোঁয়া শুধু পরিবেশ না, জনগণের জীবনকেও হুমকির সম্মুখীন করেছে। আমরা মনে করি, নাগরিকদের সচেতনতা এবং অংশগ্রহণ ছাড়া কোনো বড় পরিবর্তন সম্ভব নয়। তাই 'বিষবায়ু' ক্যাম্পেইনের মাধ্যমে পরিবেশ রক্ষায় সকলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ উদ্যোগ"।

তিনি আরো বলেন, "এই ক্যাম্পেইনের মাধ্যমে দুরন্ত বাইসাইকেল শুধু বায়ুদূষণের ভয়াবহতা সম্পর্কে জনমত তৈরির উদ্যোগ নিচ্ছে না, বরং নাগরিক জীবনযাত্রায় টেকসই পরিবর্তন আনতেও সচেষ্ট। আমরা মনে করি, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব"।

আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম বলেন, এ ক্যাম্পেইনের অংশ হিসেবে দুরভবাইসাইকেল শীঘ্রই 'দুরন্ত বাংলাদেশ' নামে একটি মোবাইল অ্যাপ নিয়ে আসছে। এ প্লাটফর্মের মাধ্যমে ব্যবহারকারী তান সাইকেল রাইড ট্র্যাক করতে পারবেন এবং জানতে পারবেন তিনি কীভাবে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশের উন্নয়ে অবদান রাখছেন।

তিনি আরো বলেন, অ্যাপটির বিশেষত্ব হলো ব্যবহারকারী যত বেশি সাইকেল চালাবেন, তত বেশি কার্বন ক্রেডিট পাবে যার মাধ্যমে দুরন্ত বাইসাইকেলের আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে দুরন্ত বাইসাইকেলের হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম ও ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আরিফ হোসেন কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ১৬ মে ২০২৫


বায়ুদূষণ রোধে দুরন্ত বাইসাইকেলের বিষবায়ু ক্যাম্পেইন শুরু

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৫

featured Image
দূষণমুক্ত পরিবেশ গঠনের লক্ষ্যে পরিবেশবান্ধব যানবাহন ব্যবহারের ওপর জোর দিতে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের বাইসাইকেল ব্র্যান্ড দুরন্ত চালু করলো মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন 'বিষবায়ু'। বুধবার রাজধানীর বাড্ডার প্রাণ সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য হল বায়ু দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনে সাইকেল ব্যবহারে নাগরিকদের উদ্বুদ্ধ করা। এ ক্যাম্পেইনের অংশ হিসেবে রাজধানীর প্রধান সড়কগুলোতে পৃথক সাইকেল লেনের দাবী সম্বলিত নাগরিক মতামত সংশ্লিষ্ট কতৃপক্ষকে দেওয়া হবে। তাছাড়া ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় সাইকেল লেন মার্কিং করা হবে যেন নাগরিকেরা সাইকেল ব্যবহারে আরো উদ্বুদ্ধ হন।অনুষ্ঠানে আর এন পাল বলেন, "সাম্প্রতিককালে বায়ুদূষণের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। বায়ুদূষণের অন্যতম কারণ হলো যানবাহন থেকে নিঃসৃত কালো ধোঁয়া। এই ধোঁয়া শুধু পরিবেশ না, জনগণের জীবনকেও হুমকির সম্মুখীন করেছে। আমরা মনে করি, নাগরিকদের সচেতনতা এবং অংশগ্রহণ ছাড়া কোনো বড় পরিবর্তন সম্ভব নয়। তাই 'বিষবায়ু' ক্যাম্পেইনের মাধ্যমে পরিবেশ রক্ষায় সকলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ উদ্যোগ"।তিনি আরো বলেন, "এই ক্যাম্পেইনের মাধ্যমে দুরন্ত বাইসাইকেল শুধু বায়ুদূষণের ভয়াবহতা সম্পর্কে জনমত তৈরির উদ্যোগ নিচ্ছে না, বরং নাগরিক জীবনযাত্রায় টেকসই পরিবর্তন আনতেও সচেষ্ট। আমরা মনে করি, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব"।আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম বলেন, এ ক্যাম্পেইনের অংশ হিসেবে দুরভবাইসাইকেল শীঘ্রই 'দুরন্ত বাংলাদেশ' নামে একটি মোবাইল অ্যাপ নিয়ে আসছে। এ প্লাটফর্মের মাধ্যমে ব্যবহারকারী তান সাইকেল রাইড ট্র্যাক করতে পারবেন এবং জানতে পারবেন তিনি কীভাবে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশের উন্নয়ে অবদান রাখছেন।তিনি আরো বলেন, অ্যাপটির বিশেষত্ব হলো ব্যবহারকারী যত বেশি সাইকেল চালাবেন, তত বেশি কার্বন ক্রেডিট পাবে যার মাধ্যমে দুরন্ত বাইসাইকেলের আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।অনুষ্ঠানে দুরন্ত বাইসাইকেলের হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম ও ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আরিফ হোসেন কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

প্রকাশক এবং সম্পাদক : তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত