ঘরোয়া ফুটবলে পিডব্লিউডি একটি পরিচিত নাম। দেশের এই সরকারি সংস্থা (গণপূর্ত অধিদপ্তর) স্বাধীনতার পর থেকে ফুটবলের সঙ্গে যুক্ত রয়েছে। গতকাল পিডব্লিউডি স্পোর্টস ক্লাব বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগে লিটল ফ্রেন্ডস সোসাইটিকে ৩-০ গোলে পরাজিত করে ৩০ বছর পর প্রিমিয়ার লিগে খেলার সুযোগ নিশ্চিত করেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশীপ লিগ। এই লিগ থেকে শীর্ষ দু’টি দল প্রিমিয়ারে খেলে। গতকালের জয়ের পর পিডব্লিউডি পয়েন্ট ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট। সমান ম্যাচে আরামবাগের ৩৩ ও সিটি ক্লাবের ২৭ পয়েন্ট। লিগে ম্যাচ বাকি রয়েছে তিনটি। শেষ তিন ম্যাচ হারলেও পিডব্লিউডি’র দ্বিতীয় স্থান নিশ্চিত থাকছে। ফলে এই দলটির প্রিমিয়ারে খেলা নিশ্চিত।গত বছর কিছু ম্যাচ আগে প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করা বসুন্ধরা কিংসকে বাফুফে তাদের ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করে অভিনন্দন জানিয়েছিল। পিডব্লিউডি'র প্রিমিয়ার লিগে ওঠা নিশ্চিত হলেও বাফুফে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি। দুই লিগের জন্য বাফুফের নিয়ম ভিন্ন। চ্যাম্পিয়নশীপ লিগের পয়েন্ট টেবিলও সাংবাদিকদের নিজেদের উদ্যোগে সংগ্রহ করতে হয়। গত বছর লিগের জন্য আলাদা ফেসবুক পেজ তৈরি করা হলেও এবার তার ধারাবাহিকতা নেই।বাফুফের অফিসিয়াল পেজেই লিগের ফলাফল ও ছবি পোস্ট করা হয়। সেখানে প্রিমিয়ার লিগের প্রতিটি রাউন্ডের পর পয়েন্ট টেবিল থাকলেও চ্যাম্পিয়নশীপ লিগের তথ্য অনিয়মিত। পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের ফুটবল দলের ম্যানেজার ও সংস্থাটির উপ বিভাগীয় প্রকৌশলী ইফতেখার সাদ বলেন,‘আমরা গতবার দীর্ঘ সময় টেবিলের শীর্ষ ছিলাম এরপরও প্রিমিয়ার খেলতে পারিনি। এবার চ্যাম্পিয়ন এখনো নিশ্চিত না হলেও প্রিমিয়ার নিশ্চিত হয়েছে। সুনির্দিষ্ট ডকুমেন্ট নেই তবে যতটুকু জানি ১৯৯৩-৯৪ সালের পর আমরা আর ফুটবলের শীর্ষ স্তরে খেলতে পারিনি। সেই হিসেবে আবার ত্রিশ বছর পর পুনরায় প্রিমিয়ারে আসছে পিডব্লিউডি।’ স্বাধীনতার পরবর্তী সময়ে ঘরোয়া ফুটবলের শীর্ষ স্তর ছিল প্রথম বিভাগ লিগ। এই লিগে নিয়মিতভাবে অংশগ্রহণ করত পিডব্লিউডি। নব্বইয়ের দশকের শুরুতে লিগের শীর্ষ স্তর হিসেবে প্রিমিয়ার লিগ প্রতিষ্ঠা করা হয়, ফলে প্রথম বিভাগটি দ্বিতীয় স্তরে পরিণত হয়। পিডব্লিউডি নব্বইয়ের দশক থেকে প্রথম বিভাগে নিয়মিত খেলে আসছে। ২০০৭ সালে প্রিমিয়ার লিগকে পেশাদার লিগ হিসেবে নতুন করে শুরু করা হয়। চার বছর পর, ২০১১-১২ মৌসুম থেকে দ্বিতীয় স্তর হিসেবে চ্যাম্পিয়নশীপ লিগ চালু হয়। তখন প্রথম বিভাগ লিগটি তৃতীয় স্তরে চলে যায়। পিডব্লিউডি গত ২-৩ মৌসুম ধরে চ্যাম্পিয়নশীপ লিগে খেলছে এবং আগামী মৌসুমে তারা আবার প্রিমিয়ারে অংশগ্রহণ করবে। বিগত সময়ে অনেক দলই চ্যাম্পিয়নশীপ লিগ থেকে প্রিমিয়ারে উঠতে পারেনি। এর কারণ হলো, প্রিমিয়ারে একটি দল গড়তে ন্যূনতম ৩-৪ কোটি টাকা খরচ হয় এবং সারা বছর খেলা ও ক্যাম্প পরিচালনায় আরও কোটির উপরে ব্যয় করতে হয়। পিডব্লিউডি প্রিমিয়ারে খেলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, ‘আমাদের ক্লাবের প্রতিষ্ঠা ১৯৫৪ সালে। প্রিমিয়ার লিগে খেলার জন্য নিবন্ধন ও কিছু আনুষ্ঠানিকতা প্রয়োজন। আমরা আজ থেকেই সেই প্রক্রিয়া শুরু করেছি। আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রিমিয়ারে দল গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে’- বলেন ম্যানেজার ইফতেখার।গণপূর্ত অধিদপ্তরের (পাবলিক ওয়ার্কস ডেভলপমেন্ট) অধীনস্থ একটি ক্রীড়া ক্লাব পিডব্লিউডি। একটা নির্বাহী কমিটির মাধ্যমে এই ক্রীড়া দল পরিচালিত হয়। ফুটবলের পাশাপাশি দেশের আরেক শীর্ষ খেলা হকিতেও অংশগ্রহণ করে এই অফিসের দল। হকিতে প্রথম বিভাগে খেলে পিডব্লিউডি।