লক্ষ্মীপুরের কমলনগরে এক কৃষকের নাল জমি দখলের অপচেষ্টা করার অভিযোগ উঠেছে স্হানীয় একটি চিহ্নিত চক্রের বিরুদ্ধে। ষড়যন্ত্রের মাধ্যমে গত কয়েকদিন ধরে এমন অপচেষ্টা চালানো হয়। এমন অন্যায় কান্ডে স্হানীয়দের মাঝে ক্ষোভ আর হতাশা দেখা দেয়।জমির প্রকৃত মালিক উত্তর চরমার্টিন গ্রামের আমিন উল্যাহর ছেলে শামসুল হক। স্হানীয় মৌজার ৩০৭ দাগের ২০ শতাংশ জমি ক্রয় করেন ১৯৯৬ সালে। ক্রয়পরবর্তী জমি দীর্ঘ বছর দখলে থাকিয়া ভোগ করে আসছেন। সাম্প্রতিক স্হানীয় চিহ্নিত দুলাল গংরা অবৈধভাবে জোরপূর্বক ষড়যন্ত্র করে দখলের অপচেষ্টা চালায়। এদিকে প্রতিপক্ষ দুলালের দাবি তিনি ওই জমির মালিক।জমির মালিক শামসুল হক বলেন, আমার জমি আমার দখলে। আমি নিরীহ হওয়ার সুবাধে স্হানীয় সেলামতের ছেলে দুলাল গংরা ষড়যন্ত্র করে আমার দখলিয় জমির নামজারির চেষ্টা চালায়। তাৎক্ষণিক বিষয়টি টের পেয়ে আমি ওই নামজারি বাতিল হওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসে একটি আবেদন করি। যার নাম্বার ২৩০১।কমলনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ আরাফাত হুসাইন বলেন, একটি নামজারি বাতিলের জন্য শামসুল হকের ছেলে মোঃ হারুন আবেদন করেছেন। বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে। যাতে প্রকৃত জমির মালিক বঞ্চিত না হয়। এছাড়া দুটি পক্ষের মধ্যে আইনশৃংখলার অবনতিও না ঘটে।