বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ ক্যাম্পাস প্রোগ্রামের সেমিফাইনাল পর্ব সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি, ২০২৬) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের ইনোভেশন হাবে এ পর্বের আয়োজন করা হয়। এ আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সামাজিক সমস্যা সমাধানের উদ্যোগ এবং উদ্যোক্তা হওয়ার আগ্রহ স্পষ্টভাবে ফুটে ওঠে।আয়োজক সূত্র জানায়, অনলাইন রেজিস্ট্রেশন, বুথ কার্যক্রম ও বিভিন্ন ক্লাসে প্রচারণার মাধ্যমে প্রাথমিক নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরবর্তীতে অ্যাবস্ট্রাক্ট সাবমিশনের মাধ্যমে বাছাই শেষে মোট ১৬টি দল সেমিফাইনাল পর্বে অংশগ্রহণের সুযোগ পায়। নির্বাচিত দলগুলো হলো— আবরণ, অ্যাগ্রি নোভা, আলফা স্ট্রাইক, অ্যাটলাস, অ্যাক্সিয়ম, ইকো ভলভ, কাগজ, লিগ্যাল বি, ওমনি সার্জ, টিম ইকো ইনোভেটরস, টিম মৌমাছি, টিম চতুষ্কোণ, টিম হাল্ট্রা, দ্য ইনোভেটরস, দ্য অপটিমিস্টিক এবং ট্রিও গ্রাইন্ড। প্রতিটি দল তাদের উদ্ভাবনী ধারণা ও ব্যবসায়িক মডেল বিচারকদের সামনে উপস্থাপন করে।বিশ্বব্যাপী উদ্যোক্তা প্ল্যাটফর্ম হাল্ট প্রাইজের এই আয়োজনে শিক্ষার্থীদের নতুন ভাবনা, টেকসই উন্নয়নকেন্দ্রিক উদ্যোগ এবং সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় উঠে আসে। সেমিফাইনাল পর্বে অংশগ্রহণকারী দলগুলোর উপস্থাপনা বিচারকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায়।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল হক চৌধুরী, এরিয়া ম্যানেজার, রবি আজিয়াটা পিএলসি; তানভির হায়দার, সিনিয়র টেরিটরি ম্যানেজার, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড; সাফায়েত আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এমজিএইচ গ্রুপ ও স্টার্টআপ মেন্টর, ইউআইএইচপি; এবং মো. আব্দুর রশিদ সোহাগ, ফাউন্ডার, সিইও ও চেয়ারম্যান, পিউপিল স্কুল বাস লিমিটেড। তাঁরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্যোক্তা যাত্রা সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।আয়োজকরা জানান, এই সেমিফাইনাল পর্ব সফলভাবে সম্পন্ন হওয়ার পেছনে হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৫–২৬ কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ। কমিটির নেতৃত্বে ছিলেন ক্যাম্পাস ডিরেক্টর খালেদ মাহমুদ অনিক, চিফ অফ স্টাফ কাজী মুহাইমিনুল ইসলাম মুনাজ এবং চিফ স্ট্র্যাটেজিস্ট কারিন সাফফানা। তাঁদের সমন্বয় ও ধারাবাহিক পরিশ্রমেই অন-ক্যাম্পাস রাউন্ডের এই গুরুত্বপূর্ণ ধাপ বাস্তবায়ন সম্ভব হয়েছে।হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিযোগিতার পরবর্তী ধাপ ও সর্বশেষ আপডেট জানতে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত থাকার জন্য।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত