মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
The Dhaka News Bangla

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ


সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক সচিব শহীদ খান কারাগারে

ঢাকার একটি আদালত সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।সোমবার (৮ আগস্ট) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান।শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।আজ সকালে সাবেক সচিব শহীদ খানকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ ব্যানারে এক গোল টেবিল বৈঠকে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও উপস্থিত অন্যদের প্ররোচিত করে বক্তব্য প্রদান করছিলেন আব্দুল লতিফ সিদ্দিকী। তার এই ষড়যন্ত্রমূলক বক্তব্যের জন্য উপস্থিত লোকজন তাদের ঘেরাও করে ‘আওয়ামী ফ্যাসিস্ট’ বলে স্লোগান দিতে শুরু করে।আব্দুল লতিফ সিদ্দিকীসহ এজহারনামীয় ১৬ জন এবং অজ্ঞাতনামা ৭০/৮০ জনকে পরস্পর সহায়তাকারী হিসেবে চিহ্নিত করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও প্ররোচনার অভিযোগে শাহবাগ থানায় ২৯ আগস্ট সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক সচিব শহীদ খান কারাগারে