সরকারি তিতুমীর কলেজে শুরু হয়েছে ‘ন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল ২০২৫’-এর রেজিস্ট্রেশন কার্যক্রম। গত ২২ জুন, রবিবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৯ জুলাই পর্যন্ত।সরকারি তিতুমীর কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে আয়োজিত এ উৎসবে অংশ নিতে পারবে দেশের যেকোনো কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ক্লাবটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সংযোগ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।আগামী ১০ থেকে ১৩ জুলাই অনুষ্ঠিত হবে বাছাই পর্ব। ফেস্টিভ্যাল ঘিরে ইতোমধ্যে গঠন করা হয়েছে তিন সদস্যের আহ্বায়ক কমিটি।ফেস্টিভ্যালে থাকছে ছয়টি একক প্রতিযোগিতা এবং একটি দলীয় ইভেন্ট। একক ইভেন্টগুলো হলো- পাবলিক স্পিকিং, ইংরেজি কবিতা আবৃত্তি, স্পেলিং বি, ভিজ্যুয়াল ন্যারেশন, উপস্থিত বক্তৃতা, গ্রামার ও ভোকাবুলারি প্রতিযোগিতা। দলীয় ইভেন্ট হিসেবে থাকবে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা।আয়োজকরা জানান, প্রতিটি একক ইভেন্টে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ থেকে ২০০ টাকা এবং দলীয় ইভেন্টে প্রতি দলের জন্য ফি ৫০০ টাকা। রেজিস্ট্রেশন করা যাবে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই। আগ্রহী শিক্ষার্থীরা বিস্তারিত তথ্য ও রেজিস্ট্রেশনের নির্দেশনা পেতে ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেইজে যোগাযোগ করতে পারবেন।ফেস্টিভ্যালের চূড়ান্ত পর্ব শেষে ২৪ জুলাই অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকরা আশা করছেন, এই আয়োজন শিক্ষার্থীদের জন্য হবে একটি স্মরণীয় অভিজ্ঞতা এবং ভাষাগত দক্ষতা বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে।শুভ্র/আফরিনা