মুম্বাইয়ে ‘কিং’ ছবির শুটিংয়ের সময় আহত হয়েছেন শাহরুখ খান। অভিনেতার কাছের একটি সূত্রের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় তিনি চোট পেয়েছেন। তবে দুর্ঘটনাটি কবে ঘটেছে, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। শাহরুখের চোটের মাত্রা নিয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।জানা গেছে, আহত হওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল শাহরুখকে। চিকিৎসকেরা তাঁকে এক মাসের বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তবে শাহরুখ ঠিক কোথায় আঘাত পেয়েছেন, সেটা জানা যায়নি। অভিনেতার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শিগগিরই উন্নত চিকিৎসার জন্য টিমের সঙ্গে যুক্তরাষ্ট্র যাবেন শাহরুখ।আরেকটি সূত্র জানিয়েছে, অভিনেতার চোট খুব গুরুতর নয়। গত কয়েক বছরে বেশ কয়েকটি অ্যাকশন সিনেমা করতে গিয়ে তিনি বিভিন্ন সময়ে আহত হয়েছেন। সব মিলিয়ে, চেকআপের জন্য যুক্তরাষ্ট্রে যাবেন তিনি।সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমার পরবর্তী অংশের শুটিং আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবরে শুরু হবে। সিনেমাটিতে সুহানা খানও অভিনয় করছেন। খল চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে।