ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন-অর-রশীদের শ্বশুর মো. সোলায়মানের নামে থাকা উত্তরায় একটি ১০ তলা ভবন জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে। এছাড়া, হারুনের ভাই এ বি এম শাহরিয়ারের দুটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন (গালিব) এ আদেশ দেন। দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এ জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। আবেদন মঞ্জুরের পক্ষে শুনানি করেন সংস্থাটির পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। হারুনের শ্বশুর সোলায়মানের সম্পদ জব্দের আবেদনে বলা হয়, মোহাম্মদ হারুন অর রশিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে নিজ নামে, স্ত্রী শিরিন আক্তার, নিকট আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে দেশে-বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।তার ঘনিষ্ঠদের অন্যতম তার শ্বশুর মো. সোলায়মান। তিনি হারুন অর রশীদের সহযোগী হিসেবে কাজ করেন এবং তার নামে-বেনামে, দেশে-বিদেশে অনেক সম্পদ রয়েছে, যা হারুন অর রশীদের বেনামি সম্পদ হওয়ার সম্ভাবনা রয়েছে। শাহরিয়ারের আবেদনে উল্লেখ করা হয়েছে যে, তদন্তের সময় দেখা যায় আসামি এ বি এম শাহরিয়ার ১২ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬০৪ টাকার মূল্যের অবৈধ সম্পদ অর্জন করে তা দখলে রেখেছে।এছাড়া, আসামি মোহাম্মদ হারুন অর রশীদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান হিসেবে তার ক্ষমতার অপব্যবহার করে শাহরিয়ারের অপরাধে সরাসরি সহায়তা করেছেন, যার কারণে মামলা দায়ের করা হয়েছে।