বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
The Dhaka News Bangla

মুজিবুর রহমান

মুজিবুর রহমান

ক্যাম্পাস প্রতিনিধি


ছাত্র সংসদ নির্বাচন দাবিতে আল্টিমেটাম, অনশন-শাটডাউনের ঘোষণা

ছাত্র সংসদ নির্বাচন দাবিতে আল্টিমেটাম, অনশন-শাটডাউনের ঘোষণানজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে নতুন করে আন্দোলনের আভাস পাওয়া যাচ্ছে। ফোকলোর বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের  ঐশ্বর্য হৃদয়  নামের এক শিক্ষার্থী  সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে জানিয়েছেন, আগামী রবিবার সকাল ১১টা পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। এর মধ্যে যদি নির্বাচনের ঘোষণা না আসে, তবে তিনি কাঁথা-কম্বল নিয়ে প্রশাসনিক ভবনে গিয়ে আমরণ অনশন ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করবেন।স্ট্যাটাসে তিনি লেখেন, “যদি ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা না আসে তবে আমি কাঁথা-কম্বল নিয়ে প্রশাসনিক ভবনে যাব এবং আমরণ অনশন ও কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেব। এছাড়া তিনি আরও উল্লেখ করেন, “যারা যারা আগ্রহী, তারা একাত্মতা ঘোষণা করতে পারেন।’’উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনো এ বিষয়ে কোনো সুস্পষ্ট ঘোষণা মেলেনি। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্র সংসদ না থাকায় তারা তাদের দাবি-দাওয়া উপস্থাপনের সুযোগ পাচ্ছেন না। তাদের মতে, নিয়মিত নির্বাচন হলে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হবে।মুজিবুর রহমান নজরুল বিশ্ববিদ্যালয় ০১৮২৬৫৬২৪৩৭

ছাত্র সংসদ নির্বাচন দাবিতে আল্টিমেটাম, অনশন-শাটডাউনের ঘোষণা