জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বর্তমানে গুরুতর হৃদরোগ সমস্যায় ভুগছেন। তার হৃদপিণ্ডে একাধিক গুরুত্বপূর্ণ ব্লক ধরা পড়ায় চিকিৎসকরা জরুরি বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন।দলের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি দু’বার মঞ্চে পড়ে যান। তৎক্ষণাৎ তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়, যেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছিলেন।তবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখার পর বুধবার (৩০ জুলাই) সকালে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম করা হয়। এনজিওগ্রাম রিপোর্টে জানা যায়, তার হার্টে তিনটি প্রধান ধমনিতে ব্লক রয়েছে। এ অবস্থায় এনজিওপ্লাস্টির পরিবর্তে বাইপাস সার্জারিই উপযুক্ত চিকিৎসা বলে মত দিয়েছেন চিকিৎসকরা।দলের পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসার প্রস্তাব দেওয়া হলেও ডা. শফিকুর রহমান তা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন। তিনি দেশেই চিকিৎসা নিতে আগ্রহী এবং দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর তার পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন।চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে তার বাইপাস সার্জারি সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।