জীবনের ৬০তম বসন্তে কামরুল হাসান শায়ক
কামরুল
হাসান শায়ক, যিনি ১৯৬৫ সালে
সৈয়দপুরে জন্মগ্রহণ করেন, বাংলাদেশের প্রকাশনা শিল্পে এক যুগান্তকারী ব্যক্তিত্ব
হিসেবে প্রতিষ্ঠিত। তিনি আধুনিক প্রযুক্তি
ও পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশের প্রকাশনা জগতের মান উন্নয়নে অগ্রণী
ভূমিকা পালন করেছেন। ১৯৯৩
সাল থেকে শুরু করে
তাঁর নেতৃত্বে পাঞ্জেরী পাবলিকেশন্সসহ বিভিন্ন প্রতিষ্ঠান আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পরিচিতি বাড়িয়েছে। ফ্র্যাঙ্কফুর্ট, লন্ডন ও কলকাতার আন্তর্জাতিক
বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করাই তাঁর এক
বড় কৃতিত্ব। তিনি বাংলাদেশকে ইন্টারন্যাশনাল
পাবলিশার্স অ্যাসোসিয়েশন এবং এশিয়া প্যাসিফিক
পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সদস্যপদ অর্জনে নেতৃত্ব দিয়েছেন। প্রকাশনা শিল্পের সংগঠনগুলোতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা
ছিল দেশের বই শিল্পের গৌরব
বৃদ্ধি করার ক্ষেত্রে অবিস্মরণীয়।
লেখক হিসেবেও তিনি শিশু-কিশোর
সাহিত্য থেকে শুরু করে
প্রকাশনা পেশার বিভিন্ন দিক নিয়ে লেখা
গ্রন্থের মাধ্যমে শিক্ষণীয় ভূমিকা রেখেছেন। বাংলা একাডেমি ও মুক্তিযুদ্ধ জাদুঘরসহ
বিভিন্ন সাংস্কৃতিক ও বাণিজ্যিক সংগঠনের
সঙ্গে তাঁর নিবিড় সংযোগ
তাঁকে দেশের এক সম্মানিত নাগরিক
হিসেবে গড়ে তুলেছে। ৬০
বছরে পা দেওয়া এই
প্রকাশক দেশের প্রকাশনা শিল্পের এক চিরস্থায়ী প্রতীক।
তাঁর স্বপ্ন, পরিশ্রম ও নেতৃত্ব ভবিষ্যৎ
প্রজন্মকে অনুপ্রাণিত করবে।