রোববার, ১৭ আগস্ট ২০২৫
The Dhaka News Bangla

ক্যাম্পাস

স্টেডিয়াম সংস্কারে রাবি শিক্ষার্থীদের স্মারকলিপি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একমাত্র পূর্ণাঙ্গ স্টেডিয়াম বর্তমানে নানা সংকট ও অব্যবস্থাপনায় ভুগছে। মাঠে নিয়মিত খেলাধুলার পাশাপাশি কনসার্ট ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজনের কারণে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। সাম্প্রতিক এক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মাঠের বেহাল দশা শিক্ষার্থীদের হতাশ করেছে।এমন পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. ইয়াসিন আরাফাত বিজয় কয়েকজন খেলোয়াড়কে সঙ্গে নিয়ে সোমবার (১৭ আগস্ট) উপাচার্য, উপ-উপাচার্য ও শরীরচর্চা বিভাগের পরিচালক বরাবর ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।দাবির মধ্যে ছিল—স্টেডিয়ামে কনসার্ট বন্ধ করে বিকল্প মাঠ নির্ধারণ, ঘাস ও পিচের মানোন্নয়ন, নিয়মিত রক্ষণাবেক্ষণ, ড্রেসিং রুম ও টয়লেট নির্মাণ, টারপলিন ব্যবহার, ফার্স্ট এইড কিট রাখা এবং গ্রাউন্ডসম্যানের তদারকি জোরদার করা।শিক্ষার্থীদের এই দাবির প্রেক্ষিতে উপাচার্য তাৎক্ষণিকভাবে রেজিস্ট্রারকে নির্দেশ দেন আগামীকালকের মধ্যেই স্টেডিয়ামে ফার্স্ট এইড কিট সরবরাহ করতে। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যেই আধুনিক ড্রেসিং রুম ও মানসম্মত ওয়াশরুম নির্মাণের আশ্বাস দেন তিনি। বাকি বিষয়গুলো আলোচনার মাধ্যমে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলেও জানান।অন্যদিকে, শরীরচর্চা বিভাগের পরিচালক শিক্ষার্থীদের ৫ ও ৭ নম্বর দাবি (নিয়মিত ঘাস ট্রিমিং ও গ্রাউন্ডসম্যান তদারকি) যথাযথভাবে বাস্তবায়নের কথা জানান।শিক্ষার্থীরা জানান, তাদের ১০ দফার মধ্যে অন্তত ৪ দফা বাস্তবায়নের উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে, যা একটি ইতিবাচক দিক। তবে তারা প্রত্যাশা করছেন, অচিরেই বাকি দাবিগুলোও কার্যকর হবে।শিক্ষার্থীদের ভাষায়, “খেলাধুলা শরীর ও মনে সুস্থতা আনে, দলগত চেতনা গড়ে তোলে এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। একটি আধুনিকায়ন স্টেডিয়াম শুধু ক্রীড়াঙ্গনের জন্য নয়, বরং সমগ্র শিক্ষার্থীসমাজের প্রত্যাশার প্রতীক।”শুভ্র/বিভা/

স্টেডিয়াম সংস্কারে রাবি শিক্ষার্থীদের স্মারকলিপি