বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

আর্কাইভ

লক্ষ্মীপুরে নেক্সপা এগ্রো কেয়ারের ট্রেড উন্নেচন

লক্ষ্মীপুর পৌর শহরের একটি কনভেনশন সেন্টারে নেক্সপা এগ্রো কেয়ারের ট্রেড উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে কৃষি খাতের উদ্যোক্তা, ব্যবসায়ী, ডিলার ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কৃষি উন্নয়নে আধুনিক, মানসম্মত ও পরিবেশবান্ধব কৃষি উপকরণ সরবরাহের কোনো বিকল্প নেই। কৃষকের উৎপাদন খরচ কমিয়ে ফলন বাড়াতে হলে উন্নত প্রযুক্তিনির্ভর কৃষি উপকরণের ব্যবহার বাড়াতে হবে। এ ক্ষেত্রে নেক্সপা এগ্রো কেয়ার কৃষকদের প্রয়োজন অনুযায়ী উন্নতমানের পণ্য সরবরাহের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নেক্সপা এগ্রো কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক (ম্যানেজিং ডিরেক্টর) মো. আকবর হোসেন বলেন, “কৃষিই আমাদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকদের হাতে যদি সময়মতো মানসম্মত কৃষি উপকরণ পৌঁছে দেওয়া যায়, তাহলে উৎপাদন বাড়ানো সম্ভব। নেক্সপা এগ্রো কেয়ার সেই লক্ষ্য নিয়েই কাজ করছে।”তিনি আরও বলেন, কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো, মাঠপর্যায়ে কারিগরি সহায়তা প্রদান এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করাই তাঁদের প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নেক্সপা এগ্রো কেয়ারের মার্কেটিং ম্যানেজার মো. সৈকত কবির, রাজশাহী অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মো. নুরুল ইসলাম, ঝিনাইদহের এরিয়া ম্যানেজার সুকান্ত বাচর, ঠাকুরগাঁওয়ের এরিয়া ম্যানেজার মহিউদ্দিন এবং কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার মাহির আসহাব। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, কৃষকদের আস্থা অর্জন করে দীর্ঘমেয়াদে দেশের কৃষি খাতের উন্নয়নে কাজ করতে চায় নেক্সপা এগ্রো কেয়ার।অনুষ্ঠানে নেক্সপা এগ্রো কেয়ারের কর্মকর্তারা জানান, স্বল্পমূল্যে ও সহজলভ্যভাবে কৃষি উপকরণ কৃষকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। পাশাপাশি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, সঠিক সার ও বালাইনাশক ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হচ্ছে।অনুষ্ঠান শেষে অতিথিরা নেক্সপা এগ্রো কেয়ারের ট্রেড উন্মোচনের আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেন। পরে তাঁরা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় এবিসি এগ্রোভেট ও নেক্সপা এগ্রো কেয়ার ভবিষ্যতে দেশের কৃষি খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করবে বলেও জানানো হয়।

লক্ষ্মীপুরে নেক্সপা এগ্রো কেয়ারের ট্রেড উন্নেচন