প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬
হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি'র মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল
ডেস্ক নিউজ ||
কুমিল্লা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র আপিলের পরও বৈধতা পায়নি। ঋণ খেলাপির অভিযোগের কারণে তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানি শেষে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।এর আগে একই আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ ঋণ খেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন কেন বাতিল করা হবে না, সে বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করেন।এদিকে আদালতের আদেশ অনুযায়ীও মঞ্জুরুল আহসান মুন্সি এখনো ঋণ খেলাপি হিসেবেই বিবেচিত হচ্ছেন। তার নাম সংক্রান্ত একটি রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। বুধবার (১৪ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এই নির্দেশ দেন। বর্তমান আইনি অবস্থায় নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।তবে প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঞ্জুরুল আহসান মুন্সি তার ঋণ পুনঃতফসিল করেছেন। ব্যাংকের আইনজীবীর মতে, রুল নিষ্পত্তি হলে তিনি ঋণ খেলাপির তালিকা থেকে মুক্ত হতে পারেন।
আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার বিভূতি তরফদার। অপরপক্ষে ছিলেন আইনজীবী সাইফুল্লাহ মামুন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত