ওসমান গনি , চান্দিনা প্রতিনিধি ||
কুমিল্লার চান্দিনা বাজার কাপড় ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে চান্দিনা পৌর সুপার মার্কেটে ওই সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এরশাদ আলী ভুইয়া। বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কাপড় সমিতির ক্যাশিয়ার আলী মেম্বার।চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আব্দুস সালামের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- রব মার্কেটের ব্যবসায়ী মামুনুর রশীদ, চেয়ারম্যান মার্কেটের ব্যবসায়ী আ. কাদের, চৌধুরী মার্কেটের ব্যবসায়ী আলমগীর হোসেন, পৌর কাপড় মার্কেটের ব্যবসায়ী হাজী আ. ছামাদ, রতন দেবনাথ, মনির হোসেন ও নিমাই দেবনাথসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা।সভায় চান্দিনা বাজার কাপড় ব্যবসায়ী, সমিতির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বাজারের ব্যবসায়িক পরিবেশ, সার্বিক অবস্থা, সুযোগ-সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।আলোচনা শেষে আগামী বছরের কর্মপরিকল্পনা গ্রহণ ও ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত