ডেস্ক নিউজ ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মমিনুল হকের বিরুদ্ধে তার ঘোষিত সম্পদের তথ্য গোপনের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।অভিযোগে বলা হয়েছে, প্রার্থী তার দাখিল করা হলফনামায় সম্পদের সঠিক তথ্য উল্লেখ করেননি, যা গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর শর্ত লঙ্ঘনের শামিল। এ অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন তা গ্রহণ করে শুনানির জন্য তালিকাভুক্ত করেছে।নির্বাচন কমিশন সূত্র জানায়, চলমান মনোনয়ন আপিল শুনানির মধ্যেই এই অভিযোগের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। ইসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আপিল শুনানির শেষ দিনে বিষয়টি শুনানির জন্য ওঠার সম্ভাবনা রয়েছে।ইসি সূত্র আরও জানায়, প্রার্থীদের মনোনয়ন সংক্রান্ত আপিল শুনানি আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। ইতোমধ্যে গত কয়েক দিনের শুনানিতে প্রায় দেড় শতাধিক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে কমিশন।এদিকে, একই অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনেও (দুদক) একটি লিখিত আবেদন করা হয়েছে। দুদক সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের শুরুতে চাঁদপুর-৫ আসনের বিএনপি প্রার্থী মো. মমিনুল হকের বিরুদ্ধে সম্পদ গোপনের অভিযোগ সংক্রান্ত একটি আবেদন গ্রহণ করা হয়েছে।আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রার্থীর দাখিল করা হলফনামা ও আয়কর রিটার্ন পর্যালোচনা করে একাধিক অসঙ্গতি পাওয়া গেছে। আবেদনকারীর দাবি, তার কাছে এ সংক্রান্ত কিছু সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ রয়েছে।অভিযোগে আরও বলা হয়েছে, ঘোষিত সম্পদের বাইরে মো. মমিনুল হকের নামে ও বেনামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি এবং ব্যাংক হিসাবে থাকা অর্থের তথ্য হলফনামায় উল্লেখ করা হয়নি। আবেদনকারীর মতে, দুদক তদন্ত শুরু করলে এসব তথ্য যাচাই করা সম্ভব হবে।এ সংক্রান্ত অভিযোগপত্রের সঙ্গে প্রার্থীর হলফনামার অনুলিপি এবং কিছু সম্পদের তথ্যপ্রমাণ সংযুক্ত করা হয়েছে বলেও জানা গেছে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত