মামুন রাফী , স্টাফ রিপোর্টার ||
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রতিবছর ভর্তি পরীক্ষা ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হন। তবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মতো দুর্গম ও বিচ্ছিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এই যাত্রা হয়ে ওঠে অনেক বেশি কষ্টসাধ্য—যাতায়াত, আবাসন ও তথ্যসংকট তাদের বড় বাধা হয়ে দাঁড়ায়।এই বাস্তবতা বিবেচনায় রেখে চলতি বছরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে হাতিয়া স্টুডেন্ট ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক মানবিক ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করে। সংগঠনের পক্ষ থেকে হাতিয়া উপজেলা থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য একটি তথ্য ও সহায়তা বুথ স্থাপন করা হয়, যেখানে পরীক্ষাসংক্রান্ত দিকনির্দেশনা, শাটল ট্রেনের সময়সূচি, পরীক্ষাকেন্দ্রের অবস্থানসহ প্রয়োজনীয় নানা তথ্য সরবরাহ করা হয়।শুধু তথ্য সহায়তাই নয়, দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের জন্য পরিবহন সমন্বয় এবং আবাসন সুবিধা নিশ্চিত করতেও কাজ করে সংগঠনটি। ফলে শিক্ষার্থীরা অনিশ্চয়তা ও মানসিক চাপমুক্ত থেকে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়।এই সহায়তামূলক কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাতিয়া স্টুডেন্ট ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টা পরিষদ। পাশাপাশি এ মানবিক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করে হাতিয়া ল্যাংগুয়েজ ক্লাব এবং হাতিয়া যুব কল্যাণ সোসাইটি, চট্টগ্রাম। সম্মিলিত প্রচেষ্টায় পুরো আয়োজনটি একটি শৃঙ্খলাপূর্ণ ও সফল কর্মসূচিতে রূপ নেয়।প্রত্যন্ত ও দ্বীপাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয়। হাতিয়া স্টুডেন্ট ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই কার্যক্রম কেবল একটি সহায়তামূলক উদ্যোগ নয়; এটি সহমর্মিতা, দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।আগামী দিনগুলোতেও এমন মানবিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক উদ্যোগ অব্যাহত থাকবে—এমন প্রত্যাশাই করছেন হাতিয়ার শিক্ষার্থী ও অভিভাবকরা।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত