তানজিদ শুভ্র, ক্যাম্পাস প্রতিনিধি ||
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনে সাহসী অবদান রাখার জন্য স্বীকৃতি স্বরূপ ‘জুলাই বার্তাবীর সম্মাননা’ পেয়েছেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন স্টার নিউজের রিপোর্টার এইচ এম. ইমরান হোসাইন।বুধবার বিকেলে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।এইচ এম. ইমরান হোসাইন জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে মাঠে থেকে সাহসিকতার সঙ্গে ঘটনাপ্রবাহ দৃশ্যমাধ্যমে তুলে ধরেন। নিজের জীবনের মায়া ত্যাগ করে পেশাদারিত্ব এবং দেশের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে সঠিক তথ্য তুলে ধরার যে অসীম সাহস দেখেয়েছে, তারই সম্মাননা হিসেবে 'জুলাই বার্তাবীর' সম্মাননা দিয়েছেন তাকে।এইচ এম. ইমরানের গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে। তিনি পড়াশোনা করেছেন সরকারি তিতুমীর কলেজে। সে সময় থেকেই তার সাংবাদিকতার যাত্রা শুরু। বিগত সরকারের আমলে ক্যাম্পাসে ছাত্রলীগের বিরুদ্ধে নিউজ করাই হামলারও শিকার হয়েছেন বেশ কয়েকবার।জুলাইয়ের সাহসী এই সাংবাদিক এর আগে স্যাটেলাইট টেলিভিশন নিউজ টুয়েন্টিফোর, বাংলাদেশ টাইমস, স্বদেশ প্রতিদিন, আমাদের কাগজ ও বিবার্তা২৪ এ কাজ করেছেন।আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও নাগরিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এ সময় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শহীদ, আহত ও নির্যাতিতদের পরিবারকে ৫০ হাজার টাকার চেক ও ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি জুলাই আন্দোলনে সাহসী অবদান রাখার জন্য স্বীকৃতি স্বরূপ দেড় শতাধিক সাংবাদিককে ‘জুলাই বীর সম্মাননা’ প্রদান করা হয়।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত