ডেস্ক নিউজ ||
জুলাই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।ওই পোস্টে জানানো হয়, “আলহামদুলিল্লাহ, তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর হয়েছে।”এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ জানান, সোমবার তাহরিমা জান্নাত সুরভীকে আদালতে হাজির করে পুলিশ এবং তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানায়। শুনানি শেষে আদালত প্রথমে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।পরবর্তীতে ওই আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশন আবেদন করা হয়। জেলা জজ আদালত-১ এ রিভিশনের শুনানির সময় অন্তর্বর্তী জামিনের আবেদনও উপস্থাপন করা হয়। শুনানি শেষে আদালত আবেদনটি গ্রহণ করে তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেন।এর আগে, গত ২৫ ডিসেম্বর রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।মামলার নথি সূত্রে জানা গেছে, গত বছরের জুলাই-আগস্ট মাসে চলমান আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত একটি হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত