প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫
আসিফ-মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও দুদক ব্যবস্থা নেয়নি: নাদিম
ডেস্ক নিউজ ||
সরকারের সাবেক দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও, যুব অধিকার পরিষদ অভিযোগ করেছে যে দুদক কোনো ব্যবস্থা নেয়নি।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর বিজয়নগরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ। তিনি বলেন, দুই উপদেষ্টার পিএস ও এপিএস দুর্নীতি করেছে এবং তারা এর দায় এড়াতে পারে না। দুর্নীতির বিষয়ে দুদক অনুসন্ধান শুরু করলেও, তা এখনও অন্ধকারে পড়ে আছে। নির্বাচন কমিশনের প্রতি আহবান জানানো হয়েছে যেন এই দুইজন নির্বাচনে অংশ নিতে না পারে।যুব অধিকার পরিষদ।এ নিয়ে আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশনে স্মারকলিপি দিবে সংগঠনটি।
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত