ডেস্ক নিউজ ||
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ’২৪-এর গণ আন্দোলনের মাধ্যমে যে বিজয় এসেছে, তা আরও শক্তিশালী করতে হবে। মতপার্থক্য থাকলেও শহীদদের ত্যাগ যেন বৃথা না যায়, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাজপথে নিজেরা সংঘাতে জড়িয়ে পড়লে প্রশ্নবিদ্ধ হবে গণঅভ্যুত্থান।অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ ড. মাহবুব উল্লাহর বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয় মঙ্গলবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে। দেশের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এটি পরিণত হয় মিলন মেলায়।প্রকাশনা উৎসবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ড. মাহবুব উল্লাহ তার লেখায় সব সময় সমাজ পরিবর্তন এবং দেশকে নতুন করে গড়ার কথা উল্লেখ করেছেন।বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিদায় দিলেও আশা জাগানিয়া বিকল্প কোন ব্যবস্থা এখনও মানুষের সামনে অনুপস্থিত।আলোচনায় বিশিষ্টজনেরা শিক্ষাবিদ ড. মাহবুব উল্লাহর দর্শনের কথা তুলে ধরেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত