প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫
গোপালগঞ্জে ডাব চোরের মারধরে প্রাণ গেল গাছ মালিকের
ডেস্ক নিউজ ||
গোপালগঞ্জের মুকসুদপুরে মো. মুন্না ফকির ও মো. হাসিব ফকির নামের দুই ডাব চোরের হামলায় গাছের মালিকের মৃত্যু হয়েছে।সোমবার (৮ ডিসেম্বর) রাতে মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে একটি ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ওই দুই ডাব চোরকে ধরে পুলিশে সোপর্দ করে।মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) রাকিব ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দিগনগর গ্রামের মোয়াজ্জেম শিকদারের বাড়িতে মো. মুন্না ফকির ও মো. হাসিব ফকির নামে স্থানীয় দুই যুবক রাতে গাছের ডাব চুরি করতে যায়। এটা দেখে ফেলেন গাছের মালিক মোয়াজ্জেম শিকদার। তিনি চুরি করা অবস্থায় তাদের ধরে ফেলেন। চোরেরা নিজেদেরকে ছাড়িয়ে নিতে মোয়াজ্জেম শিকদারকে এলোপাতাড়িভাবে কিল-ঘুসি মারার এক পর্যায়ে তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। এসময় তিনি গুরুতর আহত হন। পরে বাড়ির লোকজন উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোয়াজ্জেম শিকদারকে মৃত ঘোষণা করেন।বর্তমানে ওই দুই ডাব চোর সিন্দিয়াঘাট পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ জানায়, লাশটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত