প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫
রাজধানীতে মা-মেয়েকে নির্মমভাবে হত্যা
ডেস্ক নিউজ ||
রাজধানীর মোহাম্মদপুরে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে মা ও মেয়েকে তাদের বাসায় জবাই করে হত্যা করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শাহজাহান রোডের ৩২/২ নম্বর বাড়ির ৮ম তলায় এই নৃশংস ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাসিন্দা লায়লা আফরোজের (৪৮) রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। তার আগেই মেয়ে নাফিজাকে (১৫) মুমূর্ষু অবস্থায় হসপিটালে নিয়ে যান স্বজনরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনাস্থলে ছুটে আসেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। তাদের অভিযোগ, এ ঘটনায় জড়িত থাকতে পারে গৃহকর্মী। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত