ডেস্ক নিউজ ||
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ব্যক্তি বা দলের জন্য নয়, বরং জনগণের রাজনীতি করে। তিনি আরও জানান, জামায়াত ধর্ম নিয়ে কাজ করে এবং ধর্মকে কখনোই ব্যবহার করে না। সোমবার (৮ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। ইইউ প্রতিনিধিরা জানতে চেয়েছেন নির্বাচনে আমাদের প্রস্তুতি কতটুকো আর সাধারণ নির্বাচন এবং গণভোট যদি কই দিনে হয় তাহলে কোনও সমস্যা হবে কী না? আমরা বলেছি আমাদের দেশের মানুষ এ বিষয়ে ততটা সচেতন নয়। তাই নির্বাচনের দিকে বিশৃঙ্খলা হতে পারে। এজন্য আমরা বলেছিলাম দুটো নির্বাচন আলাদা হওয়া উচিত। সরকার চাইলে এখনও তা করতে পারে।জামায়াতের আমির বলেন, ক্ষমতায় গেলে আমরা ইনক্লুসিভ বাংলাদেশ গড়বো। আমরা কোনও দলকেই বাদ দেবো না। দেশের স্বার্থে দারুণভাবে আমোরা অনুভব করি, জামায়াত ক্ষমতায় গেলে অন্তত আগামী ৫ বছর দেশের স্থিতিশীলতা, অর্থনিতী ফিরিয়ে আনা, সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।দুইটি জিনিস অনুরোধ করবো প্রথমত, নিজে দুর্নীতি করবেন না এমনকি বিষয়টাকে প্রশ্রয় দিবেন না। দ্বিতীয়ত, সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা, এ বিষয়ে রাজনৈতিকভাব হস্তক্ষেপ করা যাবে না। যারা অন্তত এই দুইটি বিষয়ে একমত হবেন আমরা তাদের নিয়ে সরকার গঠন করতে আগ্রহী। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতিতে কোনো সংকট আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুস্থতা এবং অসুস্থতা আল্লাহর ইচ্ছার ওপর নির্ভর করে। দেশের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছে এবং শ্রদ্ধা জানাচ্ছে। সবাইকে একদিন বিদায় নিতে হবে, কিন্তু এর ফলে সমাজের কার্যক্রম থেমে থাকা উচিত নয়।তিনি আরও জানান, ফেব্রুয়ারির নির্বাচন খুবই প্রয়োজন। এর সামান্য নড়চড় হলে দেশ গভীর সংকটে পড়বে। এ সময় দেশের স্বার্থে আগামীর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াতের আমির।
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত