অনিরুদ্ধ সাজ্জাদ, ক্যাম্পাস প্রতিনিধি ||
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এবারের অনক্যাম্পাস প্রোগ্রামে চ্যাম্পিয়ন হয় টিম টুবিটুটি (2B2T)। শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নবযুগ মিলনায়তনে গ্র্যান্ড ফাইনাল আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায়, প্রথম রানার-আপ টিম ফর্মুলা থ্রী (Formula 3.0) এবং দ্বিতীয় রানার-আপ টিম আমানি এন্ড উবুন্টু (Amani & Ubuntu) দল।অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেডের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন প্রধান নাবিলা খালিদ, আকিজ রিসোর্সের চিফ ডিজিটাল ও ইনোভেশন অফিসার মো. ফিরোজ কবির এবং ওয়ালটনের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মো. মাহমুদুল হাসান।এ বছরের প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা ও সামাজিক উদ্যোগ উপস্থাপন করে। উদ্যোক্তা দক্ষতা, সমস্যা সমাধানের ধারণা এবং প্রভাব তৈরির সম্ভাবনা বিচার করে বিজয়ী নির্ধারণ করা হয়। আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবন, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধ বিকাশের সুযোগ তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।নজরুল বিশ্ববিদ্যালয় হাল্টপ্রাইজের ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর শাহাদাত হাসান মুন্না বলেন, ‘বহু প্রস্তুতি, কঠোর বাছাই প্রক্রিয়া ও একাধিক রাউন্ড অতিক্রমের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির চতুর্থ তলায় অনুষ্ঠিত হয় এই বহুল প্রতীক্ষিত ফাইনাল পর্ব। ফাইনালের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কর্পোরেট জগতের অভিজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, যারা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে প্রতিটি দলের উপস্থাপনা মূল্যায়ন করেন। হাল্ট প্রাইজের এই আয়োজন ভবিষ্যত উদ্যোক্তাদের স্বপ্ন, পরিশ্রম এবং উদ্ভাবনী শক্তির এক অসাধারণ মঞ্চ।’
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত