ডেস্ক নিউজ ||
আগামী জাতীয় সংসদ নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কোনো শক্তি নেই এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার। সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে।শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এস কথা বলেন।তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, তার দেশে ফিরতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। যখন ইচ্ছা তিনি দেশে আসতে পারবেন। একইসঙ্গে দেশে ফেরা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় এবং তার দলের বিষয় বলেও মন্তব্য করেন তিনি।‘মাইনাস ফোর ফর্মুলা’ প্রশ্নে তিনি বলেন, যারা এটার কথা বলছে তারা স্বৈরাচারের দোসরের মতো ছিল। সরকার কখনও এসব কথা বলেনি। যারা এই কথা আনছে, তারা স্বৈরাচারের দোসরের মতো কথা বলছে। এমনকি সরকার কাউকে মাইনাস করেনি দাবি করেন প্রেস সচিব। তিনি বলেন, যিনি মাইনাস হয়েছেন, তিনি হত্যাযোগ্য করে মাইনাস হয়েছেন।খালেদা জিয়াকে জাতীয় নেতা আখ্যা দিয়ে প্রেস সচিব বলেন, তিনি আপামর জনসাধারণের নেতা। তিনি শুধু বিএনপির নেতা না। আমরা তার সুস্থতা কামনা করি। তিনি দেশে ফিরে আসুক। বাংলাদেশের তার প্রেজেন্টটা খুবই প্রয়োজন।
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত