মোঃ শাহিদুল ইসলাম , স্টাফ রিপোর্টার ||
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের নাম ঘোষণা শুনে এক বিএনপি নেতা উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের নোনাছড়ি গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত ফরিদুল আলম ফরিদ উক্ত গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে এবং তিনি কালারমার ছড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।পরিবারের বরাত দিয়ে বিএনপি নেতারা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় নেতাকর্মীরা ফরিদকে আলমগীর ফরিদের দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার খবরটি জানান। তাদের কথায়, ফরিদ তখন চিৎকার করে ওঠেন, চরম উল্লাসে লাফ দেন। আর ঠিক সেই সময়ই হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবার ও দলীয় সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কালারমার ছড়া ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান ও কক্সবাজার জেলা বিএনপি নেতা রহুল কাদের বাবুল বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের নাম নিশ্চিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তিনি চরম উচ্ছ্বাস প্রকাশ করেন। কিন্তু মুহূর্তের মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে জানান স্বজনরা।
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত