মোঃ শাহিদুল ইসলাম , স্টাফ রিপোর্টার ||
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন যে, তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১১টা থেকে ১২টার মধ্যে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা পৌঁছানোর কথা ছিল। তবে কারিগরি সমস্যার কারণে এটি এখনও কাতার থেকে ছাড়তে পারেনি।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, চেয়ারপারসনকে বহন করার জন্য কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের যাত্রা কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে বিলম্বিত হবে। এয়ার অ্যাম্বুলেন্স কাতার থেকে উড্ডয়ন করলে এ বিষয়ে জানানো হবে।আমরা বিএনপির পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আজ রাত ১১টা থেকে ১২টার মধ্যে কাতারে আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসার কথা ছিল। কিন্তু কারিগরি সমস্যার কারণে সেটি এখন (রাত ১০টা, এই প্রতিবেদন লেখা পর্যন্ত) কাতারেই আছে। ফলে, সেটি কখন কাতার থেকে ছেড়ে আসবে, তা এখনও জানা যায়নি। এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র জানায়, কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মত হয়েছে। পরবর্তী প্রক্রিয়া হিসেবে কাতার সিভিল এভিয়েশন অথবা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) লিখিত আকারে জানিয়ে এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের শিডিউল জানাবে। তবে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টা পর্যন্ত বেবিচক কোনো চিঠি পায়নি। বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রণালয়ের চিঠি পেলেই তারা অ্যাম্বুলেন্সটি অবতরণের অনুমতি দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন।বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের একজন এবং দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানালেন যে, তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকসহ মোট ১৪ জন সফরসঙ্গী লন্ডনে যাবেন। তাদের মধ্যে রয়েছেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল, এবং ডা. মোহাম্মদ আল মামুন।হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, মো. আব্দুল হাই মল্লিক, মো. মাসুদার রহমান, ফাতেমা বেগম এবং রূপা শিকদার এখানে থাকবেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত