মামুন রাফী , স্টাফ রিপোর্টার ||
আফ্রিকার অস্থির ভূখণ্ডে জাতিসংঘের নীল হেলমেট পরিহিত হয়ে যে সাহসী নারী দৃপ্ত পদচারণায় বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরছেন—তিনি পুলিশ সুপার (এসপি) জান্নাত আফরোজ। আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে পেশাদারিত্ব, বুদ্ধিমত্তা ও মানবিকতার অনবদ্য সমন্বয় ঘটিয়ে তিনি ইতোমধ্যেই হয়ে উঠেছেন বাংলাদেশ পুলিশের এক উজ্জ্বল প্রতিচ্ছবি।BANFPU রোটেশন–১৮ এর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে কঙ্গোর কঠিন বাস্তবতায় তিনি শুধু অপারেশন নেতৃত্ব দেননি, বরং এফপিইউ সদস্যদের নিয়ে মিশনের প্রতিটি ধাপ সফলভাবে সম্পন্ন করেছেন। মিশন শেষ হলেও দায়িত্ববোধে অটল এসপি জান্নাত আফরোজ এখনো ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাশায় অবস্থান করছেন কন্টিনজেন্টটি নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাপনায়। দায়িত্বশীলতার এই দৃষ্টান্ত তাকে সাধারণের চেয়ে আলাদা করে তোলে।সাহসের পাশাপাশি মানবিকতায়ও তিনি অসাধারণ। দেশের বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক উদ্যোগকে এগিয়ে নেওয়া এবং সমস্যা সংকটে মানবিক সহায়তা প্রদান—এসবই তার দীর্ঘদিনের চর্চা। সহকর্মীদের কাছে তিনি সৎ, দৃঢ় ও কর্মঠ কর্মকর্তা; স্থানীয়দের কাছে তিনি নির্ভরতা ও বিশ্বাসের নাম।ব্যক্তিগত জীবনে জান্নাত আফরোজের আরেক পরিচয়—পশুপাখির জন্য অনন্য মমতা। অসুস্থ ও অবহেলিত প্রাণীর প্রতি তার অতুলনীয় ভালোবাসা তাকে আরও মানবিক করে তোলে। সুযোগ পেলেই দেশ–বিদেশের মনোরম স্থানে ভ্রমণও করেন তিনি, যা তার দিগন্তকে আরও বিস্তৃত করে।আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে তার অবদান শুধু বাংলাদেশ পুলিশের মর্যাদা বাড়ায়নি; বরং ভবিষ্যতে বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের অংশগ্রহণকে আরও শক্তিশালী করবে। এসপি জান্নাত আফরোজ আজ বাংলাদেশের মুখ উজ্জ্বল করা সেইসব সাহসী নারীর প্রতিনিধি, যারা নিজের দক্ষতা ও অদম্য মনোবল দিয়ে প্রমাণ করছেন—বাংলাদেশ বিশ্ব শান্তিরক্ষায় একটি বড় শক্তি।এসপি জান্নাত আফরোজ—বাংলাদেশের গর্ব, জাতিসংঘ মিশনের প্রেরণাদায়ী এক উজ্জ্বল নক্ষত্র।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত