মোঃ শাহিদুল ইসলাম , স্টাফ রিপোর্টার ||
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে খুবই সংকটাপন্ন অবস্থায় আছেন, এমনটি জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন এবং গভীরভাবে গুরুতর। এর বিস্তারিত ব্যাখ্যা দিতে চাইছেন না। এটাকে আপনি ভেন্টিলেশন বা গভীর অবস্থার মতো কিছু বলতে পারেন।গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এরপর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত