প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
ডেস্ক নিউজ ||
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তিনি দেশবাসীর কাছে তাঁর দ্রুত আরোগ্যের জন্য দোয়া চান।প্রধান উপদেষ্টা জানিয়ে দিয়েছেন, তিনি নিয়মিতভাবে খালেদা জিয়ার শারীরিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে সরকার সম্পূর্ণ প্রস্তুত।তিনি আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে খালেদা জিয়া জাতির জন্য এক বড় অনুপ্রেরণা। তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের সার্বক্ষণিক প্রস্তুত থেকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয় নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত