প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা সহ সারা দেশ
ডেস্ক নিউজ ||
রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে আজ সকাল ১০টা ৩০ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়। হঠাৎ দুলুনি টের পেয়ে অনেকেই দ্রুত ঘরবাড়ি থেকে বের হয়ে খোলা স্থানে আশ্রয় নেন। মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভূমিকম্পের খবর।প্রত্যক্ষদর্শীরা জানান, কম্পনটি খুব বেশি দীর্ঘস্থায়ী না হলেও এর প্রভাব মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে। এখন পর্যন্ত দেশজুড়ে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।এদিকে ভূমিকম্পের মাত্রা, কেন্দ্রবিন্দু ও গভীরতা নিরূপণে সংশ্লিষ্ট ভূতাত্ত্বিক সংস্থাগুলো জরুরি ভিত্তিতে কাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা সাধারণ জনগণকে সতর্ক থাকার পাশাপাশি নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছেন।কর্তৃপক্ষ অযথা গুজব বা ভুল তথ্য না ছড়াতে অনুরোধ জানিয়েছে এবং নতুন কোনো আপডেট পাওয়া গেলে দ্রুত তা জানানো হবে বলে জানিয়েছে।
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত