ডেস্ক নিউজ ||
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) বলেছেন, কখনো কোনো রাজনৈতিক নেতাকে ভোট দিতে না পারার জন্য আফসোস হবে, এমনটা ভাবিনি। আমি ছোট ভাই ওসমান হাদিকে ভোট দেওয়ার জন্য ভোটের কেন্দ্র পরিবর্তন করার চিন্তা করেছিলাম। কিন্তু অসুস্থতার কারণে সময় চলে গিয়েছিল, তাই এই নির্বাচনে ভোট দিতে পারছি না।আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তাকে শুভকামনা জানিয়ে রোববার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা জানান তিনি।শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) বলেন, ‘পরের নির্বাচনে (যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আর নির্বাচন হয়) তবে আমার কেন্দ্র হবে ঢাকা-৮। আপাতত এবারের জন্য আমার অনেক শুভ কামনা আর দোয়া রইল তোমার সঙ্গে।’হাদির সঙ্গে তোলা একটি ছবির সঙ্গে ওই পোস্টে তিনি আরও বলেছেন, ‘তোমার প্রয়োজন বাংলাদেশে। তুমি সততা ও দৃঢ়তার মাধ্যমে নতুন প্রজন্মের রাজনৈতিক নেতাদের প্রতিনিধিত্ব করছো। তোমার বক্তব্য স্পষ্ট এবং লক্ষ্য নির্ধারিত। বাংলাদেশের সংসদে তোমার মতো একজন এমপি প্রয়োজন। আমি অপেক্ষায় রইলাম!’উল্লেখ্য, গত সেপ্টেম্বরের মাঝামাঝিতে সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক হাদী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে সমধিক পরিচিত জুলাই আন্দোলনের এই যোদ্ধা গত ১৯ সেপ্টেম্বর থেকে নির্বাচনি প্রচারও শুরু করেন। আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাহবাগ, মতিঝিল, রমনা, পল্টন ও শাহজাহানপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত