ডেস্ক নিউজ ||
চট্টগ্রাম, ১১ নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ সশস্ত্র সন্ত্রাসীকে দেখামাত্র গুলি করে হত্যা (ব্রাশফায়ার) করার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার দুপুরে তিনি সিটি পুলিশের সব থানা ও ফাঁড়ির দায়িত্বরত পুলিশ সদস্যদের বেতার (ওয়ারলেস) বার্তায় মৌখিকভাবে এ নির্দেশনা দেন বলে জানানো হয়।কমিশনার উদ্ধৃত করে বলা হয়েছে, “হ্যাঁ, আমি আমার সদস্যদের এ ধরনের একটি নির্দেশনা দিয়েছি। এটি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না।” তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, ২০২৪ সালের ৬, ৭ ও ৮ আগস্ট বিভিন্ন থানার কাছ থেকে কিছু অস্ত্র লুট হওয়ায় আর ওইসব অস্ত্র কোথায় পৌঁছেছে তা নিশ্চিতভাবে জানা নেই। কিছু অস্ত্র সন্ত্রাসী বা অপরাধীদের হাতে গেছে কি না, সেটাও নির্ধারণ করা সম্ভব হয়নি।হাসিব আজিজ উল্লেখ করেন, সাম্প্রতিককালে নির্বাচনী গণসংযোগ চলাকালে যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, সেখানে ব্যবহৃত অটোমেটিক পিস্তলও হয়তো পুলিশের অস্ত্র হতে পারে। “যদি আমরা অস্ত্র উদ্ধার করতে পারতাম, তাহলে বোঝা যেত সেটা আমাদের কি না,” তিনি বলেন। এ প্রেক্ষাপটে তিনি বলেন, “আমি নির্দেশনা দিয়েছি যে, যারা অস্ত্র নিয়ে হত্যা করতে উদ্যত হবে, তাদের যেন প্রয়োজনে গুলি করে মেরে ফেলা হয়।” কমিশনার বলেন, এই নির্দেশনার আইনগত ভিত্তি আছে ও এর সাথে সংশ্লিষ্ট দণ্ডবিধির ধারাসমূহের উল্লেখও রয়েছে।উল্লেখ্য, এ ধরনের বেতার (ওয়ারলেস) নির্দেশনা পূর্বেও দেওয়া হয়েছে: গত আগস্টে কমিশনার বেতারে নির্দেশ দিয়েছিলেন যে, পুলিশের টহল দল কিংবা অভিযানকালে কেউ হঠাৎ করে অস্ত্র বের করলে আত্মরক্ষায় তা দেখামাত্র গুলি করা হবে।
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত