ডেস্ক নিউজ ||
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘একটি ইসলামী দলের নায়েবে আমির হিসেবে দায়িত্বশীল ব্যক্তিরা কীভাবে বলেন, ‘নো হাংকি পাংকি’? এটা কি রাজনৈতিক ভাষা? সাধারণ মানুষের কাছে কি এটা গ্রহণযোগ্য হবে? যদি রাজনৈতিক দলের নেতারা এমন কথা বলেন, তাহলে সাধারণ মানুষ তাদের প্রতি উপহাস ও অবজ্ঞা ছাড়া কিছুই করবে না।’শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরস্থ গোডাউন সড়কের বশির ভিলায় জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘নো হাংকি পাংকি কোনো রাজনৈতিক দলের আদর্শিক ভাষা হতে পারে না। এই কথা যিনি বলেছেন তিনি একটি দলের দায়িত্বশীল ছাড়াও একজন ডাক্তার। তার কাছ থেকে এমন ভাষা আশা করা যায় না।’এ্যানি আরও বলেন, ‘এবারের নির্বাচনটি আলাদা এবং বিশেষ। এজন্য আমরা গণসংযোগে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছি। তবে আমরা এখনই মাঠে নামিনি। গত ১৭ বছর ধরে, জুলাই আন্দোলনসহ, আমরা জনগণের সঙ্গে যুক্ত থেকে কাজ করে আসছি এবং এখনও করছি। লক্ষ্মীপুরসহ সারা দেশে আমরা শক্তিশালী ঐক্যের মধ্যে আছি এবং এই ঐক্যের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য অর্জন করব।’তিনি বলেন, ‘আমাদের মধ্যে এখন সুদৃঢ় ঐক্য দরকার, যে ঐক্য বিগত আন্দোলন-সংগ্রামে ছিলো। সর্বশেষ জুলাইয়ে যে ঐক্য ছিলো। যদি এই ঐক্য না থাকে তাহলে ফ্যাসিস্ট হাসিনা সুযোগ নিতে পারবে। কিন্তু পতিত ফ্যাসিস্টকে আর কোনো সুযোগ দেওয়া যাবেনা। সবাইকে সজাগ থাকতে হবে।সভায় জেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম শাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক এ্যাড. মো. হাছিবুর রহমান, বাফুফে সহ সভাপতি এ্যাড. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল হাশেম, নিজাম উদ্দিন ভূইয়াসহ প্রমুখ।এছাড়াও আবুল হোসেন সোহেলের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মো. আবুল হাশেম।সভায় শ্রমিক দলের জেলা কমিটিসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত