তাসকিন আহমেদ রিয়াদ , সম্পাদক ||
ঢাকা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি বৃহৎ মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৫ আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোড থেকে শোভাযাত্রাটি শুরু হয়।শত শত মোটরসাইকেল নিয়ে নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা এতে অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি মহানগর দক্ষিণের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পথসভায় মোহাম্মদ কামাল হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি উন্নয়নমুখী রাজনীতি, স্বচ্ছতা, ন্যায় ও ইনসাফ ভিত্তিক প্রশাসন গঠনের অঙ্গীকার তুলে ধরেন এবং পাশাপাশি নির্বাচনে জনগণের সক্রিয় সম্পৃক্ততার ওপর গুরুত্ব আরোপ করেন।ছবি: টিডিএনএছাড়াও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ জামায়াতে ইসলামীর ধর্ম বিষয়ক পরিষদের সদস্য, সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি এবং ঢাকা-৫ আসনের সমন্বয়কারী আবদুস সালাম এছাড়াও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী শোভাযাত্রায় যোগ দেন। পথজুড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে।পরবর্তীতে শোভাযাত্রাটি নির্বাচনী এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে যাত্রাবাড়ী মোড়ে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত