ডেস্ক নিউজ ||
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা হাসান ইনাম পদত্যাগ করেছেন।রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনের সভাপতি রিফাত রশিদের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি।পদত্যাগপত্রে হাসান ইনাম উল্লেখ করেন, তিনি বর্তমানে দেশব্যাপী সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের মতো মানসিক অবস্থায় নেই। তাই স্বেচ্ছায় ও স্বপ্রণোদিতভাবে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।পত্রে তিনি লিখেছেন, আমি গত চার মাস জুলাই গণঅভ্যুত্থানের সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। সংগঠনকে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক পরিসরে তুলে ধরার জন্য একদল কর্মঠ কর্মী নিয়ে নিরলসভাবে কাজ করেছি। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে এ অবধি নানা পরিসরে কাজে লিপ্ত থেকে আমি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ অনুভব করছি।তিনি আরও উল্লেখ করেন, সংগঠনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের সকল কমিটি পুনর্গঠনের ঘোষণার পর মনে করছেন, এখন তার পক্ষে সাধারণ সম্পাদকের দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব নয়।পদত্যাগপত্রে হাসান ইনাম আরও উল্লেখ করেন, জুলাইকে সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে স্থায়ীভাবে প্রতিষ্ঠার জন্য আমার যে লড়াই, সেটি অব্যাহত থাকবে। সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেও আমি সংগঠনের এই বিষয়ক কর্মকাণ্ডে অন্য কোনো পরিচয়ে বা বেনামে যুক্ত থাকতে আগ্রহী।একই সঙ্গে তিনি শূন্য পদে বর্তমান সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ার অনুরোধ জানান।
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত