তানজিদ শুভ্র, ক্যাম্পাস প্রতিনিধি ||
সম্প্রতি প্রকাশিত হয়েছে কবি সালমান হাবীবের নতুন কবিতার বই ‘দূরের মানুষের কোনো ডাকনাম থাকে না’। বইটি প্রকাশ করেছে পুনশ্চ পাবলিকেশন। প্রকাশনা সংস্থা জানিয়েছে, প্রি-অর্ডারে বইটির প্রথম কপি বিক্রি হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকায়। কবি নিশ্চিত করেছেন, প্রথম কপি বিক্রির পুরো অর্থ ব্যয় হবে দুঃস্থ ও অসহায় মানুষের কল্যাণে।কবি সালমান হাবীব বলেন, মানুষের সম্পর্কের ভেতরকার দূরত্ব অনেক সময় ভৌগোলিক দূরত্বের চেয়েও গভীর হয়ে ওঠে। কাছের মানুষের সান্নিধ্য থেকেই যেমন ডাকনামের জন্ম হয়, দূরের মানুষদের জন্য সেই সম্বোধন অসম্ভব হয়ে যায়। তার নতুন কাব্যগ্রন্থ ‘দূরের মানুষের কোনো ডাকনাম থাকে না’ মূলত এই অনুভূতির কথাই বলে। কবির ভাষায়, “ডাকনাম আসলে এক ধরনের আপনত্বের স্বীকৃতি। এই বই সেই নামহীনতার যন্ত্রণা থেকে উৎসারিত।”সালমান হাবীবের প্রকাশিত অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘অতটা দূরে নয় আকাশ’, ‘ভালোবাসি একটি কবিতার নাম’, ‘বিরামচিহ্ন’, ‘আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ’, ‘বিষাদের ধারাপাত’, ‘আল্লাহকে ভালোবাসি’, ‘মন খারাপের মন ভালো নেই’, ‘আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাবার আগে’, ‘দুঃখ দুগুণে পাঁচ’, ‘কবি তার কবিতার’, ‘কথারা ফুরিয়ে এলে নাম ধরে ডেকো’ এবং ‘মনে পড়ে মনও পুড়ে’।
‘দূরের মানুষের কোনো ডাকনাম থাকে না’ বইটির প্রচ্ছদ এঁকেছেন উসমান আল আহনাফ। পাঠকদের জন্য এটি বিশেষ অফারে পাওয়া যাচ্ছে রকমারি ও বুকমার্ক অনলাইন বুকশপে। বইটির মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা।
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত