প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৫
মাহিন সরকারের বহিষ্কার আদেশ প্রত্যাহার করল এনসিপি
রাসেদুল ইসলাম ||
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলের যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে তার বহিষ্কারাদেশ বাতিল করা হয়।চিঠিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে মাহিন সরকারকে স্বপদে বহাল করা হলো।এর আগে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে মাহিন সরকারকে স্ব-পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এতদ্দ্বারা বহিষ্কার করা হয়।
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত