ডেস্ক নিউজ ||
জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। নতুন করে ০২ (দুই) জন ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তিকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে চাঁদপুর জেলার জেলা ক্রীড়া সংস্থার ০২ জন সদস্য সংখ্যা বৃদ্ধি করে ০৯ (নয়) সদস্যদের এ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (৪) ও ৮-এ বর্ণিত পরিষদের মাননীয় চেয়ারম্যান কর্তৃক সদয় অনুমোদিত হয়েছে। এর মধ্যে জেলা প্রশাসক আহ্বায়ক এবং জেলা ক্রীড়া কর্মকর্তা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।অনুমোদিত অ্যাডহক কমিটির সদস্যরা হলেনঃ১. জেলা প্রশাসক, চাঁদপুর – (আহ্বায়ক) ২. জনাব মোঃ শওকত হোসেন – ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি (ক্রীড়া অনুরাগী) ৩. জনাব মোঃ জয়নাল আবেদীন – ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি (সাবেক খেলোয়াড়) ৪. জনাব সইয়েদ শামীম আখতার ফারুকী – ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি (কোচ) ৫. (নতুন সদস্য) জনাব মোহাম্মদ আসলাম হোসেন – ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি (ক্রিকেট বোলিং কোচ) ৬. (নতুন সদস্য) জনাব তাসকিন আহমেদ রিয়াদ – ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি (ক্রিকেটার) ৭. জনাব মোঃ মহিউদ্দিন – (ছাত্র প্রতিনিধি) ৮.জনাব মুহাম্মদ সালাহউদ্দিন খান – (ক্রীড়া সাংবাদিক) ৯. জেলা ক্রীড়া কর্মকর্তা, চাঁদপুর – (সদস্য সচিব)ক্রীড়া উন্নয়নে নতুন মাত্রাসদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরের ক্রীড়া কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। জেলার বিভিন্ন খেলাধুলা উন্নয়ন, প্রতিভাবান খেলোয়াড় তৈরি, নারী খেলাধুলার প্রসার ও যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার ক্ষেত্রে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।চাঁদপুরের ক্রীড়া অঙ্গনের সঙ্গে যুক্তরা মনে করছেন, নতুন এই এ্যাডহক কমিটি জেলার খেলাধুলার উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনবে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে এগিয়ে নিয়ে যাবে।
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত