অনিরুদ্ধ সাজ্জাদ, ক্যাম্পাস প্রতিনিধি ||
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন (এলজিইউডি) বিভাগকে বিসিএস শিক্ষা ক্যাডার ও স্কুল-কলেজ নিবন্ধন পরীক্ষায় অন্তর্ভুক্তি এবং বিভাগে পর্যাপ্ত শিক্ষক ও জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। একই দাবিতে তারা উপাচার্য ও বিভাগীয় প্রধান বরাবর স্মারকলিপি দিয়েছেন এবং গণস্বাক্ষর কর্মসূচিও পালন করেন।রোববার (৩১ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে অংশ নেয় এলজিইউডি বিভাগের শিক্ষার্থীরা। পরে তারা ৬৭ শিক্ষার্থীর স্বাক্ষরিত অনুলিপি উপাচার্য ও বিভাগীয় প্রধানকে জমা দেন।মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী সিকবাতুল্লাহ রিদম বলেন, "আমাদের বিভাগে স্থানীয় প্রশাসন, নগর উন্নয়ন ও জাতীয় উন্নয়ন সংক্রান্ত বিষয় পড়ানো হয়। অথচ বিসিএস শিক্ষা ক্যাডার কিংবা নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই। এতে আমরা চরম বৈষম্যের শিকার হচ্ছি। পাশাপাশি শিক্ষক সংকটও ভয়াবহ। দ্রুত শিক্ষক ও জনবল নিয়োগ দিতে হবে।"অন্য শিক্ষার্থীরা বলেন, নগর পরিকল্পনা ও স্থানীয় শাসন বিষয়ে যুগোপযোগী পাঠ্যক্রম থাকলেও তারা চাকরির পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে এ সমস্যা সমাধান না হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়বে।এ বিষয়ে বিভাগীয় প্রধান সাদিক হাসান শুভ বলেন, "শিক্ষার্থীদের দাবি যথার্থ। আমি ইতোমধ্যে পিএসসিতে কথা বলে সাবজেক্ট কোড সংগ্রহ করেছি। আজই সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ইউজিসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চিঠি পাঠাব। শিক্ষক সংকট নিরসনেও পদক্ষেপ নেব।"উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, "আমরা শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্ব সহকারে দেখছি। দ্রুত সমাধানের চেষ্টা করবো।"প্রসঙ্গত, এলজিইউডি বিভাগ দেশের নগরায়ণ, স্থানীয় শাসন, অবকাঠামো ও টেকসই উন্নয়ন শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র হলেও শিক্ষা ক্যাডার ও নিবন্ধন পরীক্ষায় অন্তর্ভুক্ত না হওয়ায় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। একই সঙ্গে, শিক্ষক সংকটও ক্রমেই প্রকট আকার ধারণ করছে।
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত