মামুন রাফী , স্টাফ রিপোর্টার ||
হাতিয়ার বিচ্ছিন্ন জাগলার চরে প্রায় চার হাজার একর জমিতে আমন ফসল মহিষের পাল লাগিয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা মোসলেহ উদ্দিন নিজাম চৌধুরী ও ভাই শামীম চৌধুরী এবং বিএনপি নেতা আলমগীর কবিরের বিরুদ্ধে। প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী কৃষকেরা।বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দুপরে উপজেলার চরকিং ইউনিয়নের পশ্চিমে মেঘনা বুকে জেগে উঠা জাগলার চরের নারী পুরুষ সহ প্রায় তিন শতাধিক কৃষকের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে কৃষকরা অভিযোগে জানান, জাগলার চরে ভূমিহীন অসহায় কৃষকেরা আবাদ শুরু করে। কিন্তু এই আবাদকৃত জমিতে বিভিন্ন মহিষ মালিকের বাতাইন্নারা প্রতিদিন তাদের পালিত মহিষ ধান ক্ষেতে ছেড়ে দেয়। এতে আবাদকৃত ধানক্ষেতের ব্যাপক ক্ষতির কারণ দাঁড়িয়েছে। ধানের শীষ বিকশিত হওয়ার পূর্বে মহিষের উপদ্রপে দিশেহারা ভুক্তভোগী কৃষকেরা। তারা নানাভাবে বাতাইন্নাদের বললেও কোন প্রতিকার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।কৃষক মোঃ লিটন উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে আমরা এ চরে ফসলি জমি চাষবাস করে আসছি। কিন্তু তমরুদ্দি এলাকার বিএনপি নেতা নিজাম চৌধুরী, তার ভাই শামীম, আলমগীর কবির, সাবেক চেয়ারম্যান ফররুখ আহমেদ সহ প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের অগনিত মহিষ মালীকের নির্দেশনায় তাদের বাতাইন্নার মাধ্যমে মহিষ লাগিয়ে ধান ক্ষেত নষ্ট করে দেয়। তাদের মহিষের খাদ্য আমাদের আবাদ করা ধানের ফসল এ কেমন অবিচার? আমরা প্রশাসনের কাছে এর প্রতিকারের দাবি জানাই।কৃষক মাহমুদল হক বলেন, আমরা অনেক টাকা খরচ করে এ চরে আমন ধানের চাষাবাদ করি এবং ফসল রক্ষা করার জন্য চারপাশে বেড়া তৈরি করি। এসব বেড়া ভেঙে তারা মহিষের পাল লাগিয়ে আমাদের কষ্টের ফসল নষ্ট করে দিচ্ছে। আমরা এর বিচার চাই।
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত