প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৫
ফাইনালের আগে আজিজুলের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ জয়লাভ করল
মোঃ শাহিদুল ইসলাম , স্টাফ রিপোর্টার ||
বাংলাদেশ জিম্বাবুয়ে ও সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ খেলছে। বাংলাদেশ ও প্রোটিয়ারা আগেই ফাইনাল নিশ্চিত করেছে। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে ফাইনালের জন্য নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে আজিজুল হাকিম তামিমের দল।এই ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আগে ব্যাট করে ৬ উইকেটে ২৮৪ রান করেছে। জবাবে, স্বাগতিক জিম্বাবুয়ে মাত্র ১২৪ রানে অল আউট হয়ে যায়। ফলে বাংলাদেশ ১৬০ রানের বিশাল জয় পায়। এই জয়ে অধিনায়ক তামিমের অবদান ছিল উল্লেখযোগ্য।ব্যাট হাতে ৩৪ রানের পর বল হাতেও ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। পাশাপাশি ৩টি উইকেট নিয়েছেন রিজন হোসেন। দুটি উইকেট নেন শাহরিয়ার আল আমিন। তাতেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন বেনি জুজে। আর ৩০ রান এসেছে মাইকেল ব্লিংআউট।এর বাইরে দুই অঙ্কে যেতে পেরেছে কেবল মার্শাল মাশাভা। এদিন টসে হেরে আগে ব্যাটিংয়ে নামতে হয়েছিল বাংলাদেশের যুবাদের। ওপেনিং জুটিতে বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ। দলীয় ৭ রানেই আউট হয়ে যান জাওয়াদ আবরার। এই ওপেনার ফেরেন মাত্র ৫ রান করে।দ্বিতীয় উইকেটে অধিনায়ক তামিমের সঙ্গে ১১২ রানের জুটি গড়েন ওপেনার রিফাত বেগ। এই জুটির মাধ্যমে বাংলাদেশের যুবারা বড় সংগ্রহের ভিত্তি পায়। সেঞ্চুরির আশা নিয়ে রিফাত ৭৭ রানে আউট হন, আর অধিনায়ক তামিম ৩৪ রান করে ফিরে আসেন।বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আর কেউ বড় সংগ্রহ গড়তে পারেননি। রিজান ৩০ রান করে আউট হয়েছেন। মোহাম্মদ আব্দুল্লাহর ব্যাট থেকে এসেছে ৩৭ রান। শেষ পর্যন্ত ফয়সাল হাসান ৪৪ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন। দেবাশিষ সরকার ১৩ বলে ৩৪ রানের ক্যামিও খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন মাশাভা।
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত