রাসেদুল ইসলাম, বার্তা সম্পাদক ||
বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশে ইসলাম এবং কোরআন-সুন্নাহ’র বিরুদ্ধে শরিয়তবিরোধী কোনো আইন তৈরি হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।তিনি এও বলেন, বাংলাদেশে মাদরাসা শিক্ষার সম্প্রসারণ হোক, আমরা (বিএনপি) সেটা চাই। কিন্তু মাদরাসা শিক্ষাঙ্গণকে একটি নির্ধারিত দলীয় রাজনীতির অঙ্গণে পরিণত করতে চাই না।বিএনপি ইতোমধ্যে রাজনৈতিক, অরাজনৈতিক এবং ইসলামপন্থি বিভিন্ন দলের সাথে আলোচনা করেছে। তিনি আরও জানান, হেফাজতে ইসলামের নায়েবের সঙ্গে সাক্ষাৎ করেছেন, হাটহাজারী মাদরাসায় গিয়েছেন এবং শর্ষিনা পীরের সঙ্গে দেখা করেছেন। এছাড়া, আলিয়া লাইনের সব মুরুব্বি ও নেতাদের সঙ্গেও কথা বলেছেন।তিনি বলেন, উদ্দেশ্য একটা– বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে আমরা একত্রিত করে, সমন্বিত করে, ঐক্যবদ্ধ করে এমনভাবে দেশ পরিচালনা করতে চাই, যেখানে বিভক্তি থাকবে না।
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত